এক কেজি মুড়ির দামে চার কেজি পেঁয়াজ
জুমবাংলা ডেস্ক : পাবনার সুজানগরের হাটবাজারে এক কেজি মুড়ির দামে চার কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে। বিশেষ করে বর্তমানে হাটবাজারে পেঁয়াজের দর পতন আর চলতি রমজান মাসের কারণে মুড়ির দাম বৃদ্ধি পাওয়ায় এক কেজি মুড়ির দামে চার কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে।
খোঁজখবর নিয়ে জানা যায়, চলতি রমজান মাসে উপজেলার প্রতিটি হাটবাজারে প্রতিকেজি আউশ ধানের মুড়ি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা দরে। পক্ষান্তরে বর্তমানে হাটবাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা দরে। ফলে পেঁয়াজের বর্তমান এ বাজারে এক কেজি মুড়ি বিক্রি করে চার কেজি পেঁয়াজ কেনা যাচ্ছে।
উপজেলার বোনকোলা গ্রামের রইচ উদ্দিন খান বলেন, পেঁয়াজের বর্তমান বাজারে সব শ্রেণি-পেশার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। কিন্তু মুড়ির বর্তমান বাজার নিম্ন এবং মধ্য আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নেই।
উপজেলার ভাটপাড়া গ্রামের রফিকুল ইসলাম মোল্লা বলেন, মুড়ি নিত্য প্রয়োজনীয় খাবার নয়। কিন্তু তার পরও রমজান মাসে প্রতিটি মানুষ কম-বেশি মুড়ি কিনে থাকেন। কিন্তু বর্তমানে হাট-বাজারে প্রতি কেজি মুড়ি ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি হওয়ায় বেশির ভাগ মানুষ কিনতে পারছেন না।
মুড়ি ব্যবসায়ী সুভাষ কুণ্ডু বলেন, মুড়ির চালের দামের চেয়ে ভাজা খরচ অনেক বেশি। সে কারণে সব সময়ই হাটবাজারে মুড়ি বেশি দামে বিক্রি হয়।
আমার না শরীরটা খুব খারাপ লাগছে, এক ড্রাম ভালোবাসা দরকার : মাহি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।