আন্তর্জাতিক ডেস্ক : লকডাউন চলছে, বন্ধুবান্ধবদের সঙ্গে মেলামেশা, ঘুরতে যাওয়া-সবই বন্ধ। তাই অভিনব কায়দায় বন্ধুকে নিজের ফ্ল্যাটে নিয়ে আসার চেষ্টা করল ভারতের কলকাতার এক ছাত্র।
বন্ধুকে স্যুটকেসের ভিতরে ঢুকিয়ে অ্যাপার্টমেন্টে নিয়ে আসতে চেয়েছিল, যদিও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ধরা পরে যায় সে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় কোনও বহিরাগতকে বাড়িতে ঢোকার অনুমতি দেওয়া হবে না এমনটাই জানিয়েছিলোসব বাড়িওয়ালা। এতে চরম হতাশ হয়ে এক ছাত্র বড় সুটকেশে ঢুকিয়ে এক বন্ধুকে সবার নজর এড়িয়ে বাড়িতে নিয়ে আসার পরিকল্পনা করে ওই ছাত্র।
কিন্তু, শেষরক্ষা হল না। কারও কারও নজরে পড়ে যায় সুটকেশটি। প্রাণপণে সেটি টেনে নিয়ে যাচ্ছে দেখে কমপ্লেক্সের লোকজন বেরিয়ে এসে ‘কী আছে, কী আছে জানতে চেয়ে তাকে ঘিরে ধরে। পরে চাপ দিয়ে সবার সামনে সুটকেশ খোলানো হয় ওই পড়ুয়াকে দিয়ে। তখন সেখান থেকে বেরিয়ে আসে ছেলেটি।
সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে পাঠানো হয়। পুলিশ এসে ওদের দুজনকে থানায় নিয়ে যায়, পরে ডেকে পাঠানো হয় দুজনের অভিভাবকদেরও।
যদিও এ ব্যাপারে কোনও মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



