নিজস্ব প্রতিবেদক : এক মাসের ব্যবধানে মানভেদে সুতার দাম পাউন্ডপ্রতি ২-৩ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন গার্মেন্টস খাতের ব্যবসায়ীরা। বিষয়টি চলতি অর্থবছরে তৈরি পোশাক রফতানি খাতেও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশিষ্টরা।
দেশে সুতার বৃহত্তম পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, এক্সপোর্ট কোয়ালিটির ২৪, ২৬, ২৮ ও ৩০ কাউন্টের সুতা প্রতি পাউন্ড ৯৫-১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একই সুতা বাজারে এক মাস আগেও বেচাকেনা হয়েছিল ৯৪-৯৮ টাকায়। কিন্তু বর্তমানে চিকন সুতার চাহিদা বাড়ায় বাজারে এক্সপোর্ট কোয়ালিটির সুতার দাম বেড়েছে।
এছাড়া, ১০ কাউন্টের তানা (মোটা সুতা) এবং সাইজিং (চিকন সুতা) সুতা প্রকারভেদে পাউন্ডপ্রতি ৩৪-৫১ টাকা দরে বিক্রি হচ্ছে, এক মাস আগেও যা বেচাকেনা হয়েছিল ৩২-৫০ টাকা দরে। সে হিসাবে ১০ কাউন্টের সুতার দাম পাউন্ডপ্রতি ২ টাকা পর্যন্ত বেড়েছে। আর ২০ কাউন্টের সুতা প্রকারভেদে প্রতি পাউন্ড বিক্রি হচ্ছে ২০-৫৫ টাকায়। যেখানে একই মানের সুতা ২০-২২ দিন আগে বিক্রি হয়েছে ১৮-৫৩ টাকা দরে। সে হিসাবে এ কাউন্টের সুতার দাম পাউন্ডপ্রতি বেড়েছে ২ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, দেশে পাঁচ শতাধিক স্পিনিং মিল গড়ে উঠেছে। কিন্তু ব্যবসায়িক মন্দার কারণে শতাধিক স্পিনিং মিল তাদের সুতা উৎপাদন বন্ধ রেখেছে। বন্ডের সুতার ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে এ শিল্পে ধস নেমে আসতে পারে বলেও মনে করেন তিনি।
গার্মেন্টস ব্যবসায়ী সৈয়দ ইমরান তালুকদার বলেন, বছরের প্রতি বছরই এ মৌসুমে সুতার দাম পাউন্ডপ্রতি ১-২ টাকা বাড়ে। সুতার মূল্যবৃদ্ধির এ ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে গার্মেন্টস খাত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।