সুনামগঞ্জের রঙ্গারচরের হরিণাপাটি গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ৫ কোটি টাকার বাজারমূল্যের ভারতীয় শাড়ি, লেহঙ্গা ও কসমেটিক্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। আর সিলেটের জৈন্তাপুরে পাঁচটি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) ভোরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, ২৮ বর্ডারগার্ড বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক রফিকুল ইসলাম অভিযান চালিয়ে এসব পণ্য ও গরু জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার ২ নম্বর রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামের একটি টিনসেটের গোডাউনে অভিযান চালিয়ে ৪ হাজার ২৮৬টি ভারতীয় শাড়ি, ১৩টি লেহেঙ্গা, ৪ হাজার ৯২২টি কসমেটিক্র সামগ্রী ও ২০ হাজার ১২০টি চকলেট আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।
এ বিষয়ে ২৮ বিজিবি’র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজকের আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এদিকে, সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে পাঁচটি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে পুলিশ। আজ ভোর সাড়ে ৫টায় জৈন্তাপুর উপজেলার রাজবাড়ী খেলার মাঠ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মালিকবিহীন ৫টি ভারতীয় চোরাই গরু জব্দ করে। যার বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।
পুলিশের ধারণা, ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে গরুগুলো।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।