Advertisement
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ঈদ পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। আজ শুক্রবার (১৫ মে) সুনামগঞ্জ চেম্বার অব কমার্স কার্যালয়ে ব্যবসায়ী নেতারা এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেন।
এদিকে, আজ থেকে সব ব্যবসা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ব্যবসায়ীদের ঈদ পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। সেই সাথে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রণোদনা দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপল বলেন, সরকারিভাবে ১০ মে দোকানপাট খুললেও করোনা পরিস্থিতির কারণে সুনামগঞ্জে ১৫ মে পর্যন্ত আমরা বন্ধ রাখি। আজ আবারও ব্যবসায়ীদের ঈদ পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার অনুরোধ করেছি।
সরকারি প্রণোদনা যাতে ক্ষুদ্র ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পান সে বিষয়টি প্রশাসনকে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।