জুমবাংলা ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে গ্রেপ্তার এড়াতে খালে লাফ দেয়ার প্রায় ২২ ঘণ্টা পর যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর ইউএনবি’র।
উপজেলার কাচুর সেতুর নিচে থেকে রবিবার বিকালে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত আনোয়ার হোসেন (৩৬) উপজেলার চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের মৃত আরশ আলীর ছেলে ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, শনিবার রাতে আনোয়ার হোসেন মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আশাকাচর-চানপুর সড়কের হাছন নগর কাচুর সেতু এলাকায় পুলিশ তার গতিরোধ করে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে চাইলে তিনি লাফ দিয়ে খালের পানিতে পড়েন। তখন পুলিশ তাকে খুঁজে না পেয়ে পরের দিন দুপুরে সিলেট থেকে ডুবুরি ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টার পর তার লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোস্তফা কামাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।