
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে শংকর সরকার (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
Advertisement
আজ শনিবার সকালে উপজেলার ভান্ডারবিল হাওরে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত শংকর উপজেলার হবিবপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের সুরেন্দ্র সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে শংকর সরকার ভান্ডারবিল হাওরে ধান কাটতে যান। হঠাৎ আকাশের অবস্থা খারাপ হলে বাড়ি যাওয়ার পথে বজ্রপাতে মারা যান তিনি।
পরে তাকে উদ্ধার করে শাল্লা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল ফাত্তাহ সাদী তাকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


