জুমবাংলা ডেস্ক : পূর্ব সুন্দরবনের বিরল প্রজাতির একটি হরিণ (বারকিং ডিয়ার) উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, বিরল প্রজাতির এ হরিণটি ওই দিন সুন্দরবনের বগিস্টেশন এলাকা থেকে পথ ভুলে বলেশ্বর নদী সাঁতরে লোকালয়ে আসার চেষ্টা করছিল।
সন্ধ্যায় পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার শাপলেজা গ্রামের জেলে দুলাল মিস্ত্রি নদীতে মাছ ধরার সময় হরিণটি দেখতে পেয়ে উদ্ধার করে তীরে তোলেন।
পরে তিনি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়ার মাধ্যমে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। বুধবার সন্ধ্যায় হরিণটি শরণখোলা রেঞ্জসংলগ্ন বনে অবমুক্ত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।