সুপার ফ্লপ ‘লাইগার’র দায়ভার নিতে রাজি নন অনন্যা পাণ্ডে

সুপার ফ্লপ ‘লাইগার’র দায়ভার নিতে রাজি নন অনন্যা পাণ্ডে

বিনোদন ডেস্ক : অনন্যা পাণ্ডের সবচেয়ে আলোচিত ছবি ‘লাইগার’। ছবির ঘোষণা থেকেই নানাভাবে এই ছবি আলোচনায় এসেছে। দক্ষিণী সুপারস্টার বিজয়ের এটিই ছিল বলিউডে প্রথম কাজ। বলিউডের নামকরা প্রযোজক করণ জোহর ছবির অন্যতম প্রযোজক।

সুপার ফ্লপ ‘লাইগার’র দায়ভার নিতে রাজি নন অনন্যা পাণ্ডে

দক্ষিণের একাধিক ব্যবসাসফল ছবির পরিচালক পুরী জগন্নাথ ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেছেন। মুক্তির আগে প্রচারণাতেও কমতি রাখা হয়নি। এত সব আয়োজনের ছবিটি নিয়ে অনন্যার প্রত্যাশাও ছিল আকাশচুম্বী। তবুও বড়সড় ক্ষতির মুখে পড়ে ১০০ কোটির বেশি বাজেটের ‘লাইগার’।

এই ব্যর্থতা নাড়া দিয়েছে ছবির নায়ক বিজয়কে। তিনি তাঁর পারিশ্রমিকের মোটা অংশের অর্থ ফিরিয়ে দিয়েছেন। কঠিন সময়ে প্রযোজকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিজয়। তবে ছবি মুক্তির পর ফ্লপের অংশীদার হতে রাজি নন অনন্যা। তিনি এর কোনো দায়ভারও নেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন। তাঁর মতে, ছবি বানিয়েছেন প্রযোজক ও পরিচালক। তাঁরা যেমনটা চেয়েছেন অনন্যা তেমনই পরিশ্রম দিয়েছে। সে ক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার প্রশ্ন আসে না। ছবি ফ্লপ হওয়াতে বদলে গেছে অনেক সম্পর্ক। প্রযোজক করণ দোষারোপের তীর ছুড়েছেন পরিচালকের দিকে। দক্ষিণের বিভিন্ন অঞ্চলের পরিবেশকরা ছবির পরিচালক পুরী জগন্নাথের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। পুরী এই ছবির অন্যতম প্রযোজকও বটে। কিন্তু ছবি মুক্তির দুই মাসের মধ্যেও পরিবেশকদের কোনো অর্থ ফেরত দেওয়া হয়নি। টাকা ফেরতের দাবি জানিয়ে বৃহস্পতিবার পুরীর হায়দরাবাদের বাড়ির সামনে বিক্ষোভ অবস্থানের সিদ্ধান্ত নেন পরিবেশকরা।

এই পরিকল্পনা জানার পর পুরী জগন্নাথ হায়দরাবাদ পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেন। পুলিশকে দেওয়া চিঠিতে পুরী জানিয়েছেন, তিনি এখন মুম্বাইয়ে। ফলে হায়দরাবাদে তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশ যেন অবিলম্বে পদক্ষেপ নেয়। সেই সঙ্গে পরিচালক আরো দাবি করেছেন, টাকা ফেরত দেওয়ার জন্য তাঁকে হুমকি দেওয়া হচ্ছে।

অন্যদিকে এর মধ্যেই একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে একজন পরিবেশকের সঙ্গে পুরীর কথোপকথন শোনা যায়। পরিচালককে বলতে শোনা যায়, ‘আপনি কি আমাকে ব্ল্যাকমেইল করছেন? আমি সময় চাচ্ছি। যাঁরা বিক্ষোভ করবেন, তাঁদের কোনো টাকা ফেরত দেব না। ’ পুরীর এমন বিপদের দিনে অনন্যাও মুখ ফিরিয়ে নিয়েছেন। গতকালও তিনি জানিয়েছেন, এই ছবির কোনো দায়ভার নেবেন না।

‘লাইগার’ মুক্তির পর অনেকেই বলেছেন, ছবিটির গল্প, গান, সংলাপ কিছুই ভালো হয়নি। দক্ষিণের সিনেমা সমালোচকরা সরাসরি পরিচালকের ওপর দোষ চাপাচ্ছেন। তাঁদের মতে, ছবিটির পরিচালনা খুবই দুর্বল।

জন্ম মাস দেখেই বুঝে নিন আপনার গোপন জীবন কেমন