মালয়েশিয়ায় চলমান নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। যেখানে দুটি ম্যাচ খেলবে জুনিয়র টাইগ্রেসরা। এ পর্বে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে সুমাইয়ার দল খেলবে ভারতের বিপক্ষে। একদিন বিরতি দিয়ে তাদের পরের ম্যাচ ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
‘ডি’ গ্রুপ রানার্স-আপ হওয়ায় সুপার সিক্সে গ্রুপ-১ এ খেলবে বাংলাদেশ। সেখানে আছে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড আছে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী ১ নম্বর গ্রুপে রাখা হয়েছে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের সেরা ছয় দলকে।
গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। তাই তাদের সাথে সুপার সিক্সে খেলতে হবে না বাংলাদেশকে। আর শ্রীলঙ্কা ‘এ’ গ্রুপ রানার্স-আপ হওয়ায়, তাদের সাথে খেলা নেই টাইগ্রেসদের। কারণ গ্রুপ চ্যাম্পিয়নের সাথে চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স-আপের সাথে রানার্স-আপের কোন ম্যাচ নেই। এজন্য ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত এবং তৃতীয় হওয়া ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে বাংলাদেশ।
‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়ার কাছে হারলেও স্কটল্যান্ডের বিপক্ষে জয় ছিল বাংলাদেশের। তাই স্কটল্যান্ডের বিপক্ষে জয়ী হওয়ায় সুপার সিক্সে বাংলাদেশের নামের পাশে থাকবে ২ পয়েন্ট। এ পর্বে ২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে বাংলাদেশ। সুপার সিক্সে সমান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-১ এ শীর্ষে ভারত ও অস্ট্রেলিয়া।
সুপার সিক্সে গ্রুপ-২ এ খেলবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।