বিনোদন ডেস্ক : বীরভূম থেকে এবার মার্কিন মুলুকে সুপার হিট কাঁচা বাদাম। কিলি পলের পর এবার রিকি পন্ড.. দেশের গন্ডি ছাড়িয়ে এখন বিদেশেও ঝড় তুলছে ভুবন বাদ্যকরের গাওয়া বাদাম গান। কিছুদিন আগেই কাচা বাদাম গান পৌঁছে গিয়েছিল সুদূর তানজানিয়ায়। সোশ্যাল মিডিয়ায় সেনসেশন কিলি পল এই গানে নেচে তাক লাগিয়েছিলেন।
এবার বাদাম গানের ট্রেন্ডে গা ভাসালেন আরেক জনপ্রিয় সোশ্যালমিডিয়া বাসী। বাদাম গানের তালে ড্যান্সিং ড্যাড রিকি পন্ডের নাচ তোলপাড় করলো সোশ্যাল মিডিয়া। তার হাত ধরেই বাদাম গান পৌঁছে গেল সুদূর মার্কিন মুলুকে।
নিজেদের সামগ্রী বিক্রি করতে গ্রামের পথে ফেরিওয়ালাদের গান গাওয়া দৃশ্য অনেকের কাছেই পরিচিত। সময় বদলালেও এই ধরন বদলায়নি সঙ্গে এইসব বিক্রেতা শিল্পীর কদর কমেনি। ভুবন বাদ্যর এমন বিক্রেতা শিল্পী যিনি স্বরচিত কাঁচা বাদাম গান গেয়ে বাদাম ফেরি করে বেরোতেন। তার সেই গান হঠাৎই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে সেই গান ছেয়ে গেছে সর্বত্র, বঙ্গ ছেড়ে পাড়ি দিয়েছে দেশ বিদেশে।
এবার রিকি পন্ডের হাত ধরেই সম্প্রতি এই গান পৌঁছে গেল মার্কিন মুলুকে। এই ব্যক্তি ওয়াশিংটন রাজ্যের পশ্চিম উপকূলের বাসিন্দা। পেশায় গ্রাফিক ডিজাইনার রিকি পন্ড সোশ্যাল মিডিয়ার এক পরিচিত মুখ। সম্প্রতি বাদাম গানের সাথে পা মিলিয়েছেন সোশ্যাল মিডিয়া খ্যাত ড্যান্সিং ড্যাড রিকি পন্ড। ট্রেন্ডিং বাংলা গানে প্রবল উৎসাহে নাচতে দেখা গেল তাকে। এই নাচ ভাইরাল হতেই পৌঁছে গেছে ছয় লক্ষ মানুষের কাছে। নাচ দিয়েই তিনি মন জয় করে নিলেন দর্শকদের।
তার ভাইরাল হওয়ার এই ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে তিনি বাংলা গানে নাচার জন্য একেবারে প্রস্তুত। আর তারপরই অসম্ভব এনার্জি ও আনন্দের সাথে নাচ শুরু করেছেন তিনি। তার নাচের স্টাইল ও পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে গেছে দর্শকগণ। এর আগে তার প্রায় সকল ভিডিওতে লক্ষাধিক ভিউ হয়েছে তবে এই ভিডিও সব রেকর্ড ছাড়িয়ে দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।