বিনোদন ডেস্ক : বিগ বস সিজন ১৩র জন্য ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান। ২০২০ সালের জানুয়ারি মাসে শেষ হওয়ার কথা ছিল বিগ বস সিজন ১৩। কিন্তু আরো বেশ কয়েক সপ্তাহ বাড়িয়ে দেয়া হয়েছে এই রিয়েলিটি শো এর মেয়াদ।
বিগ বস ১৩র মেয়াদ বাড়ানোয় সালমান খান বাড়িয়ে দিয়েছেন নিজের পারিশ্রমিক। বাড়তি এপিসোডের প্রত্যেকটির জন্য সালমান অতিরিক্ত ২ কোটি করে পারিশ্রমিক নিচ্ছেন। অর্থাৎ বিগ বস ১৩র সঞ্চালনার জন্য প্রত্যেক সপ্তাহে ১৩ কোটি করে পারিশ্রমিক হাকিয়েছিলেন সালমান।
প্রত্যেক এপিসোডের জন্য আগে ৬.৫ কোটি করে নিতেন তিনি। কিন্তু বিগ বসের মেয়াদ বাড়িয়ে দেয়ায় এবার থেকে প্রত্যেক এপিসোডের জন্য ৮.৫ কোটি করে নেবেন বলে জানিয়েছেন সালমান। তার মানে দাঁড়ায় বিগ বস ১৩র জন্য প্রায় ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এরই অভিনেতা। যে খবর প্রকাশ্যে আসার পরই জোর চর্চা শুরু হয়েছে।
জানা যায়, বিগ বস ১৩র মেয়াদ বাড়ানো হোক, তা চাইছিলেন না সালমান খান। দাবাং থ্রি এবং রাধের শুটিংয়ের শিডিউল নির্ধারিত হওয়ার জন্য তিনি বিগ বসের সঞ্চালনার জন্য সময় দিতে পারবেন না বলে স্পষ্ট জানিয়েছিলেন।
কিন্তু সংশ্লিষ্ট প্রোডাকশন থেকে সালমানকে বোঝানো হয় এবং বাড়িয়ে দেয়া হয় তার পারিশ্রমিক। অনুলিখন: আইনুন নিশাত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


