জুমবাংলা ডেস্ক : সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তিতাস হিল্লোল রেমা করোনায় আক্রান্ত।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
তিনি এখন রাজধানীর স্কোয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। প্রায় ১১ দিন আগে থেকে জ্বর ও সর্দি ছিলো তার। এরপর গত ১১ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (১২ মে) করোনা রিপোর্ট পজেটিভ আসে এবং পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় ।
দুই কন্যা সন্তানের জনক অ্যাডভোকেট রেমা খৃষ্টান ধর্মীয় ও গারো আদিবাসী আইনজীবী। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়ারামপুরের সন্তান অ্যাডভোকেট রেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯তম ব্যাচের ছাত্র ছিলেন।
তিনি ২০০৯ সাল থেকে ৭ মে ২০১৯ পর্যন্ত অত্যন্ত সুনামের সঙ্গে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সকলের দোয়া চেয়েছেন।
এর আগে সুপ্রিম কোর্টের আরও দুই আইনজীবীর করোনায় আক্রান্ত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।