সুপ্রিমকোর্টের বিচারকার্য দেখলেন মালদ্বীপের প্রধান বিচারপতি

জুমবাংলা ডেস্ক :  সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বসে বিচারকার্য পরিচালনা পর্যবেক্ষণ করলেন মালদ্বীপের প্রধান বিচারপতি বিচারপতি উজ. আহমেদ মুথাসিম আদনান।

আজ বেলা ১১ টা ৪২ মিনিটে এসে ১২ টা ৭ মিনিট পর্যন্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে বসে তিনি বিচারকার্য পরিচালনা পর্যবেক্ষণ করেন। এসময় আপিল বিভাগের বেঞ্চে বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম.ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে আজ হাইকোর্ট বেঞ্চেও বিচারকার্য পর্যবেক্ষণ করেন মালদ্বীপের প্রধান বিচারপতি উজ. আহমেদ মুথাসিম আদনান।

বাংলাদেশের সংবিধান ও সুপ্রিমকোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে এসেছেন মালদ্বীপের প্রধান বিচারপতি উজ. আহমেদ মুথাসিম। সুপ্রিমকোর্ট আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে গতকাল তিনি বক্তৃতা করেন।

সচিব জাহাংগীর আলম নির্বাচন কমিশনের মুখপাত্র