বিনোদন ডেস্ক : প্রায় তিনশো’র মতো বিজ্ঞাপন ও বেশকিছু টিভি ফিকশন নির্মাণ করে মুন্সিয়ানা দেখিয়েছেন মেজবাউর রহমান সুমন। বছর দুয়েক ধরেই শোনা যাচ্ছিল যে, তিনি চলচ্চিত্র পরিচালনায় আসছেন।
এবার গুঞ্জন নয়, চলতি বছরেই নিজের প্রথম ছবির কাজ শুরু করতে চলেছেন সুমন। তার প্রথম ছবির নামও জানা গেছে।
একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মেজবাউর রহমান সুমনের প্রথম ছবির নাম ‘হাওয়া’।
এ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আরও থাকছেন ‘আইসক্রিম’ ছবির মাধ্যমে আলোচনায় আসা দুই মুখ নাজিফা তুষি ও শরিফুল রাজ। কয়েকমাস আগে চঞ্চল-তুষি-রাজ তিন জনের সঙ্গে কাজ করার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।
এ ব্যাপারে জানতে চাইলে কেউই কথা বলতে চাননি। সূত্র জানায়, এ ছবির জন্য চঞ্চল চৌধুরী কয়েকমাস ধরে নিজেকে প্রস্তুত করেছেন। বাকি দুজনও শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত। অপেক্ষা করছেন নির্মাতা মেজবাউর রহমান সুমনের গ্রিন সিগনালের!
শোনা যাচ্ছিলো, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুটিং শুরু করবেন সুমন। কিন্তু শুটিং পিছিয়ে আগামী অক্টোবরে চূড়ান্ত করেছেন সুমন।
এ প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা চ্যানেল আই অনলাইনকে জানান, আগামী অক্টোবরে ছবির শুটিং হবে।ছবির লোকেশন ঠিক করা হয়েছে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন এলাকায়।
তবে নিজের প্রথম ছবির নাম কিংবা কাস্টিং নিয়ে জানতে চাইলে সুমন বলেন, আপাতত এই বিষয়ে কিছু জানাতে চাইছি না। তিনি জানান, আরও কিছুদিন পর ছবি ছবির শিল্পীদের নাম জানাবেন। একইসঙ্গে তার প্রথম চলচ্চিত্রের সবকিছু গণমাধ্যমে জানাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।