বিনোদন ডেস্ক : সালমান খান নিয়ে চর্চার কোনও শেষ নেই। হবেই বা কী করে বলুন? ভ্যালিড রিজন তো একাধিক। তবে এই প্রতিবেদন লেখার রিজনটা আগে খোলসা করে বলে নেই। শাহিদ কাপুরের সঙ্গে তাঁর আগামী ছবি Jersey-র প্রমোশনে বিগ বস ১৫-র সেটে গিয়েছিলেন ম্রুণাল ঠাকুর। অতিথিদের নিজের শোয়ের মঞ্চে হাসিমুখে স্বাগত জানান সালমান খান । আর এই মঞ্চেই ফাঁস করলেন সিক্রেট। জানালেন, সুলতান ছবিতে ম্রুণালের বিপরীতে কাজ করার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু ব্যাপারটা পজিটিভ দিকে এগোয়নি। ফলে সেকেন্ড চয়েস অনুষ্কা শর্মাকেই কাস্ট করেন সালমান। আর ঠিক এই কারণেই এখনও পর্যন্ত ম্রুণালের সঙ্গে কাজের ইচ্ছা অসম্পূর্ণই থেকে গিয়েছে ভাইজানের।
এদিন প্রমোশনাল ইভেন্টের আলাপচারিতার মধ্যেই সালমান বলেন, ‘ম্রুণাল আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আলি ওঁকে আমার কাছে নিয়ে এসেছিল। সেই সময়ে ম্রুণালকে কোনওভাবেই রেসলারের মতো দেখতে লাগছিল না।’ সালমান এই কথা শুনে সব্বাই যখন হাসিতে ফেটে পড়েন, তখন ম্রুণাল বলেন, সেই সময়ে অনেকটা ওজন কমিয়েছিলেন তিনি। তাই সালমান এর এমনটা মনে হয়েছিল। এই সিক্রেট শাহিদও জানতেন না। ভাইজানের মুখে এই তথ্য শুনে তিনিও সারপ্রাইজড!
‘জার্সি’র নির্মাতাদের তরফে একটি ‘ বিহাইন্ড দ্য সিনস’ ভিডিয়ো শেয়ার করা হল সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা যাচ্ছে কী ভাবে অর্জুন তালোয়ার হয়ে উঠতে প্রাণপাত করেছেন শাহিদ । ক্রিকেটার অর্জুনকে বড় পর্দায় ফুটিয়ে তুলতে দিন রাত এক করেছেন শাহিদ । ক্রিকেট প্র্যাকটিসের সময় বলের আঘাতে তাঁর ঠোঁট ফেটে রক্তাক্ত হয়েছেন শাহিদ। শুধু তাই নয়, ২৫ টা সেলাই পড়েছিল শাহিদের সেই রক্ত বন্ধ করতে। ঠিক কী ভাবে আহত হলেন শাহিদ, আসলে ব্যাট হাতে নিয়ে ২২ গজে নেমেছেন শাহিদ। চলেছে কড়া অনুশীলন কোনও রকমের ক্লান্তি নেই শাহিদের । একেবারের পেশাদার ক্রিকেটারের মতোই একের পর এক বল মারছেন শাহিদ।সেরকমই এক অনুশীলনের দিনে ২২ গজে দাঁড়িয়ে থাকা অবস্থায় বলটি সজোরে এসে লাগে তাঁর ঠোঁটে। সঙ্গে সঙ্গে ফেটে যায় বলি-তারকার ঠোঁট। আঘাত এতটাই গুরুতর হয় যে রক্তে ভেসে যেতে দেখা যায় শাহিদের সাদা জার্সি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।