বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আকর্ষণীয় সব ফিচার নিয়ে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন বাজারে এনেছে ভিভো। দুর্দান্ত ফিচারে সমৃদ্ধ স্মার্টফোনটির নাম ওয়াই১৫এস। ৭ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ওয়াই১৫এস স্মার্টফোনটির প্রি-বুকিং শেষে ১২ ডিসেম্বর থেকে সরাসরি কিনতে পারবেন গ্রাহকরা। দেশের সব ভিভো অথরাইজড স্টোর থেকে কেনা যাচ্ছে মাত্র ১২ হাজার ৯৯০ টাকায়।
ওয়াই১৫এস ফোনটিতে থাকছে ১৩ মেগাপিক্সেলের এআই ডুয়াল ব্যাক ক্যামেরা ও এফ ২.২ মানের বড় অ্যাপারচার। থাকছে ২ মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো ব্যাক ক্যামেরা। সেলফি তোলার জন্য ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
জানা যাচ্ছে, ভিভো ওয়াই১৫এস-এর সেলফি ক্যামেরায় স্বল্প আলোতেও উজ্জ্বল ছবি তোলা যাবে। ক্যামেরায় তোলার পর রিয়েল টাইম ফিল লাইট ইফেক্ট দিয়ে ছবি দেখতে দারুণ লাগবে। এই ক্যামেরায় যেকোনো আলোতে নিখুঁত ছবি পাওয়া যাবে। তোলার পর ওয়ার্ম লাইট নিজ থেকেই ছবিকে সুন্দর করে দেবে। এর সঙ্গে রয়েছে বোকেহ পোর্ট্রেট। কম্পিউটেশনাল ফটোগ্রাফি টেকনিক ব্যবহার করে সিনেম্যাটিক বোকেহ ইফেক্ট ফিচার স্মার্টফোনে ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা দেবে। পোর্ট্রেটে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা বিশেষত্ব থাকবে ছবির সাবজেক্টের।
ভিভো ওয়াই১৫এস একবার সম্পূর্ণ চার্জ হলে টানা ১৮.৭৪ ঘণ্টা অনলাইন এইচডি মুভি স্ট্রিমিং বা ৭ দশমিক ৮৯ ঘণ্টা পর্যন্ত টানা গেমিং করা যাবে। তাছাড়া ওয়াই১৫এস সেটটি ৫ভি/১এ রিভার্স চার্জিং যোগ করে স্মার্টভাবে তৈরি করা হয়েছে, যা ফোনটিতে পাওয়ার ব্যাংকের মতো সাপোর্ট সিস্টেম দেবে এবং এর মাধ্যমে ব্যবহারকারী সহজেই অন্যান্য ডিভাইস চার্জ করতে পারবেন। ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারিযুক্ত ওয়াই১৫এস ফোনটি সব সময় ব্যবহারের জন্য খুবই উপযোগী। ভিভো ওয়াই১৫এস-এ ব্যাটারি সক্ষমতা অনেক বেশি হবে। ফলে স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে চার্জ ফুরানো নিয়ে চিন্তায় পড়তে হবে না। ব্যবহারকারীরা যতক্ষণ খুশি মুভি দেখতে পারবেন, গেম খেলতে পারবেন চার্জ ফুরানোর বিড়ম্বনা ছাড়া।
ভিডিও স্ট্রিমিং, ইন্টারনেট সার্ফিং ও গেমিংয়ে স্বাচ্ছন্দ্য আনতে ভিভো ওয়াই১৫এস-তে রয়েছে ৬.৫১ ইঞ্চি হেলো ফুলভিউ ডিসপ্লের পাশাপাশি এইচডি প্লাস (১৬০০–৭২০) অসাধারণ রেজুলেশন। শুধু তাই নয়, ওয়াই১৫এসে রয়েছে বিশেষ আই প্রটেকশন মোড; যা ক্ষতিকারক ব্লু লাইট ফিল্টার করে ব্যবহারকারীর চোখের ক্ষতি রোধ করতে সাহায্য করে। এছাড়া ভিভো ওয়াই১৫এসে আছে ৩জিবি+৩২ জিবি র্যাম ও রম, যেখানে ডাউনলোড ও গেমিংয়ের পাশাপাশি রয়েছে বড় অনেক ফাইল স্টোরেজের সুবিধা। চমত্কার দুটি কালার নিয়ে এসেছে ফোনটি—মিস্টিক ব্লু ও ওয়েভ গ্রিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।