বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সম্প্রতি নতুন মোড় নিয়েছে। রিয়া চক্রবর্তীর গ্রেফতার থেকে কঙ্গনা বিতর্ক। সুশান্ত মৃত্যু থেকে যেন বিষয়টা ক্রমাগত অন্য়দিকে ঘুরে যাচ্ছে বলে মনে করছেন অভিনেত্রী রাবিনা ট্যান্ডন।
বুধবার (৯ সেপ্টেম্বর) কঙ্গনার অফিস ভাঙার বিষটি নিয়ে শোরগোল পড়ে যায়। এরপরই রাবিনা টুইটে লেখেন, নিষ্পেষণ, ধ্বংস, মারামারি, যা কিছুই ঘটছে দুঃখিত। দুই নারী, দুই পক্ষ। তারা নোংরা রাজনীতির ঘুঁটি হিসাবে ব্যবহৃত হচ্ছেন না তো? খুন, স্বজনপোষণ, আত্মহত্যা, পরিবারের শোক, মানসিক স্বাস্থ্য়, মাফিয়া, গৃহবিবাদ, পুলিশ, সাংবাদিকতা, রাজনীতি, মাদক, সিনেমা, কোনও কিছুর জন্যই সুশান্তের বিচারের বিষয়টি শিথিল হয়ে যাওয়া ঠিক নয়।
আরও একটি টুইটে রাবিনা লিখেছেন, যা কিছুই ঘটেছে আমি তাকে ঘৃণা করি। আমি বিশ্বাস করি আইন আইনের পথ ধরবে। বিশ্বাস করি ন্য়ায় বিচারের, সত্য়ের জয় হবে। কোনও রাজনৈতিক প্রচার বা কাদা ছোড়াছুড়ি অংশ হতে চাই না।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) টুইটারে রবিনা লিখেছিলেন, মাদক একটা প্রজন্মকে ধ্বংস করে দেয়। শিকড় থেকে এই বিষয়টি উপড়ে ফেলা উচিত। শুধু বলিউড নয়, সকলক্ষেত্র থেকে এটাকে সরিয়ে ফেলা উচিত। কলেজ, রাজনীতি, পার্টি, হোটেল সবকিছু থেকেই এটাকে বের করে ফেলা উচিত। সুশান্তের মৃত্যুর পর মানুষের জেগে ওঠা উচিত।
প্রসঙ্গত, সুশান্তের মামলায়, মাদককাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে রিয়া চক্রবর্তীকে। আদালতে তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। বুধবার রিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয় সেশন কোর্ট। আগামিকাল বিশেষ আদালতে রিয়ার দ্বিতীয় জামিনের আবেদনের শুনানি রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।