বিনোদন ডেস্ক : বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে রহস্যের শেষ হচ্ছে না। প্রতিদিন একেক দিকে মোড় নিচ্ছে প্রয়াত এই অভিনেতার মৃত্যুর তদন্তটি। এবার ফের বিস্ফোরক দাবি করলেন প্রয়াত অভিনেতার সাবেক ম্যানেজার অঙ্কিত আচার্য। দাবি করলেন আত্মহত্যা নয়, সুশান্তকে হত্যাই করা হয়েছে। আর এ কাজে জড়িত তাঁর বাড়ির কর্মীরাই।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে অঙ্কিত আচার্য দাবি করেন, সুশান্তকে তাঁর বাড়ির কর্মীরাই খুন করেছে। সুশান্তকে বারবার ডেকেও যখন সাড়া পাওয়া যাচ্ছিল না, তখন তারা কেন দরজা ভেঙে ভিতরে ঢোকেনি? কেন চাবি ভাঙার লোকের জন্য সেদিন অপেক্ষা করা হচ্ছিল? প্রশ্ন তোলেন অঙ্কিত।
এসবের পাশপাশি অঙ্কিত আচার্য আরো দাবি করেন, সুশান্তের হয়ে আদালতে সাক্ষী দিতে গেলে, তার ফল ভোগ করতে হবে বলে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। তবে কে বা কারা অঙ্কিত আচার্যকে হুমকি দিচ্ছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, অঙ্কিত আচার্য আরও দাবি করেন, রিয়ার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই আমূল পালটে যান সুশান্ত। এমনকী, সুশান্তের বাড়ির সব পুরনো কর্মীদের ছেটে ফেলেছিলেন রিয়া। সেই তালিকায় তাঁরও নাম ছিল বলে জানান অঙ্কিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।