বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ার এক দিনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে নানাভাবে ট্রোলড হয়েছেন পরিচালক মহেশ ভাট।
এবার নতুন করে সমালোচিত হলেন সামাজিক মাধ্যমে নিজের একটি পোস্টকে কেন্দ্র করে। হ্যাঁ, এক কঙ্কালের ছবি পোস্ট করে মহেশ ভাট উল্লেখ করেছেন বিশ্ব বিখ্যাত এক উক্তি- ‘ডায়েড মেন থিংক অব ফানি থিংস’।
সুশান্ত সিং এর মৃত্যুর পর পরিচালক মহেশ ভাট নিজেই সংবাদ মাধ্যমে বলেন তিনি জানতেন সুশান্তের এমন এক পরিণতি হতে চলেছে। শোনা যাচ্ছে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে তাঁদের সম্পর্কে ইতি টানার পরামর্শও দিয়েছিলেন তিনি। সুশান্তের আচরণ তাঁর পারভিন বাবির মতো লেগেছিল বলেও জানিয়েছেন তিনি। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটীজেনদের সমালোচনার মুখে পড়েছেন ভাট। অধিকাংশেরই প্রশ্ন, কেন অন্তিম পরিণতির সম্ভাবনা আঁচ করেও সুশান্তকে জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করেননি তিনি?
এসব বিতর্কের মাঝেই সোমবার সকালে একটি কঙ্কালের ছবি পোস্ট করে মহেশ ভাট উদ্ধৃত করেছেন টড উইলিয়ামসের বিখ্যাত একটি লাইন, ‘ডায়েড মেন থিংক অব ফানি থিংস’। পরিচালকের এ হেন পোস্টে খেপে গিয়ে পালটা অনেকেই জবাব দিয়েছেন, সুশান্তের মৃত্যু নিয়ে নাকি তাচ্ছিল্যের হাসি হেসেছেন পরিচালক! ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।