বিনোদন ডেস্ক : রোশন সিংয়ের সঙ্গে সংসার ভাঙার গুঞ্জনের মধ্যেই সুসংবাদ দিলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। পরিচয় করিয়ে দিলেন তার দ্বিতীয় সন্তানের সঙ্গে!
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে শ্রাবন্তী জানান, তার দ্বিতীয় সন্তানের নাম ‘দ্য ফিটনেস এম্পায়ার’! আর এটি হচ্ছে তার নতুন জিম। এভাবেই ব্যবসায়ী শ্রাবন্তীর নতুন ইনিংস শুরু হলো।
সোমবার পশ্চিমবঙ্গের বারাসাতের স্টার মলে এর উদ্বোধন হয়।
উদ্বোধন শেষে শ্রাবন্তী তার ফেসবুকে লেখেন– ‘আজ আমার জন্য বিশেষ একটি দিন। প্রথমবারের মতো আমি নিজের জন্য কিছু শুরু করলাম। দ্য ফিটনেস এম্পায়ার আমার দ্বিতীয় সন্তান এবং এটা সবসময় আমার হৃদয়ের খুব কাছের। আমার এই জার্নির জন্য আপনাদের সবার আশীর্বাদ চাই।’
শ্রাবন্তীর বর্তমান স্বামী রোশন সিং অনেক আগে থেকেই একটি জিমের মালিক। ফিটনেসের প্রতি তার বেশ ঝোঁকও আছে।
এর আগে খুবই কম বয়সে শ্রাবন্তীর বিয়ে হয়েছিল পরিচালক রাজীবের সঙ্গে। সেই বিয়ে ভেঙেছে অনেক আগেই। সেই ঘরের সন্তান অভিমন্যু চ্যাটার্জি (ঝিনুক)। তার পর মডেল কৃষ্ণবিরাজের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী। বিয়ে করার পর সেটিও ভেঙে যায়। এর পর ২০১৯ সালে তিনি বিয়ে করেন রোশন সিংকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।