জুমবাংলা ডেস্ক : রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ হয়ে উঠছেন। সোমবার (৩ মার্চ) দলের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে এ কথা জানান।
তিনি বলেন, ‘রবিবার (২ মার্চ) সকালে চিকিৎসকদের পরামর্শে স্যারকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে কেবিনে রাখা হয়েছে। আজ অবস্থা অনেকটাই ভালো। তিনি এখন সুস্থ আছেন। ইউনাটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এনএএম মোমেনুজ্জামান তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে মির্জা ফখরুলের পাশে আছেন তার স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ। দলের নেতা-কর্মী-সমর্থকদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তারা।
সেকুলারিজমের বিপদ কাটিয়ে উঠার উপায় নিয়ে যা বললেন মির্জা গালিব
জানা গেছে, লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে মহাসচিবের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।
হাসপাতালের চিকিৎসকরা জানান, বিএনপি মহাসচিবের সোডিয়াম লেভেল হ্রাস পেয়েছিল এবং তার বুকে কাশি জমাট বাধায় শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এসব সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।