বিনোদন ডেস্ক: সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন হরহামেশাই থাকেন নেটপাড়ার চর্চায়। কখনো বয়সে ছোট আবার কখনো বয়সে বড় লোকের সঙ্গে প্রেম কিংবা একাধিক প্রেম, সন্তান দত্তক সেই সঙ্গে তার অসাধারণ ব্যক্তিত্বের জন্য আলচনায় থাকেন। সম্প্রতি নেটপাড়ার চর্চায় আবারও সুস্মিতা সেন। নতুন প্রেমে মজেছেন এই তারকা।
সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদির নতুন জীবনের অধ্যায় শুরু করেছেন। ১৪ জুলাই এক টুইটে এ বিষয়ে ললিত নিজেই জানিয়েছেন। সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে সুস্মিতাকে নিজের বেটার হাফ বলে জানান দিচ্ছেন। এ নিয়েই নানা প্রশ্ন জেগেছিল নেটাগরিকদের মনে, তবে সব প্রশ্নের উত্তর মিলেছে ললিতের টুইটেই।
তাদের প্রেমের খবর প্রকাশ্যে আসতেই অনেকেই সুস্মিতাকে কটাক্ষ করে বলেছে, টাকার জন্যই নাকি এমন প্রেমিক বেছে নিয়েছেন। এরপর অনেকেই এ দুই তারকার টাকার পরিমাপ জানার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এক নজরে সেই খতিয়ান দেখে নেয়া যেতে পারে। নেটদুনিয়া থেকে পাওয়া তথ্য অনুযায়ী–
সুস্মিতা সেনের প্রতি মাসের আয় প্রায় ৬০ লাখ টাকা। সেই অনুযায়ী বছরে মোট ৯ কোটি টাকা রোজগার করেন তিনি। মুম্বাইয়ের বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন সুস্মিতা। তার মোট সম্পত্তির পরিমাণ ৭৪ কোটি টাকা। বিএমডব্লিও সিরিজের একাধিক গাড়ি রয়েছে সুস্মিতার। অডি, লেক্সাসের মতো ব্র্যান্ডের গাড়িও রয়েছে সুস্মিতার।
এককালে দাপিয়ে অভিনয় করেছেন পর্দায়। তবে এখন সেভাবে অভিনয় না করলেও প্রতি সিনেমার জন্য নাকি তিন থেকে চার কোটি টাকা নেন সুস্মিতা। ব্র্যান্ডের প্রচারের জন্য পান প্রায় দেড় কোটি টাকা। তন্ত্র এন্টারটেনমেন্ট নামে এক ম্যানেজমেন্ট সংস্থারও মালকিন তিনি।
অন্যদিকে জানা গেছে, মোদি এন্টারপ্রাইজের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর ললিত। গডফ্রে ফিলিপ ইন্ডিয়া নামের কোম্পানির এগজিকিউটিভ ডিরেক্টর। প্রতি মাসে তার আয় ৭-৩৫ কোটি। তার মোট সম্পত্তির পরিমাণ ৫৭০ মিলিয়ন ডলার। আর তা প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা। গাড়ির শখ ললিতেরও রয়েছে। বিএমডব্লিও ফেরারির মতো একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে তার।
সুস্মিতার ভক্তদের চাওয়া শেষ পর্যন্ত ভালোবাসার মানুষের সঙ্গে থাকুক তাদের প্রিয় নায়িকা। মুখিয়ে আছে প্রিয় তারকার বিয়ের পর্ব দেখার জন্য। এখন সময় বলে দিবে শেষ অবদি সুস্মিতা-ললিতের প্রেম পরিণয় পাবে নাকি অতীতের মতো এই প্রেম ও হাঁটবে বিচ্ছেদের পথে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।