স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুতেই ছন্দ হারিয়ে বসে আছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। বাজে পারফর্মেন্সের পাশাপাশি চোটের কারনে মাঠের বাইরে পড়েছিলেন ক্লাবটির দুই তারকা, লুইস সুয়ারেজ ও লিওনেল মেসি। তবে বার্সা সমর্থকদের জন্য এবার রয়েছে দারুণ সুখবর। চোট কাটিয়ে দলে ফিরছেন সুয়ারেজ।
আজ (শনিবার) দিবাগত রাত ১টায় ক্যাম্প ন্যুতে ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটিতে বার্সার স্কোয়াডে রাখা হয়েছে উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজকে। লা লিগা মৌসুমের প্রথম ম্যাচে আতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে খেলতে নেমে কাফ ইঞ্জুরিতে পড়ে মাঠের বাহিরে ছিটকে যান বার্সা স্ট্রাইকার সুয়ারেজ।
খেলতে পারেননি জাতীয় দলের হয়েও। আন্তর্জাতিক ফুটবল বিরতিতে উরুগুয়ে খেললেও তাকে থাকতে হয়েছে মাঠের বাহিরেই।
তবে আজ রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে সুয়ারেজ মাঠে ফিরলেও, ফিরছেন না আর্জেন্টাইন তারকা মেসি। পায়ে আঘাত পাওয়া মেসি সর্বশেষ ম্যাচ খেলেছেন কোপা আমেরিকায়। আর্জেন্টিনার জার্সিতে চিলির বিপক্ষে ম্যাচটি খেলার পরই ছিলেন ছুটিতে। বার্সেলোনার প্রাক মৌসুম প্রস্তুতিতেও ছিলেন না মেসি। (মার্কা)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।