স্পোর্টস ডেস্ক : গোলের সামনে দারুণ দক্ষ লুইস সুয়ারেজ। সাবেক আয়াক্স এবং লিভারপুলের এই স্ট্রাইকার বর্তমানে বার্সেলোনা মাতাচ্ছেন। লা লিগায় প্রায় প্রতি মৌসুমে মেসিদের সঙ্গে পাল্লা দিয়ে গোল করছেন। সময়ের সবচেয়ে ভয়ংকর স্ট্রাইকারদের একজন ধরা হয় তাকে। উরুগুয়ে জাতীয় দলেরও মূল তারকা তিনি। তবে সুয়ারেজ শুধু স্ট্রাইকার হিসেবে নয় গোলরক্ষক হিসেবেও দারুণ দক্ষ।
অল্প ক’দিনের শীতকালীন অবকাশে আছেন লুইস সুয়ারেজ। কিন্তু ফুটবল থেকে নিজেকে দূরে রাখতে পারেননি। বক্সিং ডেতে উরুগুয়ের এক পাঁচ তারকা হোটেলে বিবাহিত জীবনের এক দশক পালন করেছেন এই স্ট্রাইকার। এবার উরুগুয়ের মন্টিভিডিওতে খেললেন একটি শুভেচ্ছা ম্যাচ। ম্যাচটা ৬-৬ গোলের সমতায় শেষ হয়েছে। দ্বিতীয়ার্ধে গোলবারে দাঁড়িয়ে দারুণ খেলেন সুয়ারেজ। তার ভালো কিছু সেভেই সমতা নিয়ে মাঠ ছাড়ে তার দল।
ম্যাচটি হয়েছিল ডিয়াগো ফোরলানের বিদায়ী সংবর্ধনা উপলক্ষে। এ বছরই সব ধরণের ফুটবলকে বিদায় বলা ফোরলান নিজে খেলেছেন ওই ম্যাচে। এছাড়া সাবেক আর্জেন্টিনা তারকা ভেরন, রিকুয়েলমি বুট-জার্সি পরে নেমে গিয়েছিলেন মাঠে। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ইলেভেন এবং উরুগুয়ের একটি দলের মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। তাতে উরুগুয়ের দলের হয়ে খেলেন সুয়ারেজ।
ম্যাচের প্রথমার্ধে সুয়ারেজ তার নিয়মিত পজিশন স্ট্রাইকার হিসেবেই খেলেন। তিনি কোন গোল করেননি। কিন্তু দুই গোলে সহায়তা দেন। ফোরলানকে দিয়েও গোল করান বার্সেলোনা স্ট্রাইকার। এরপর দ্বিতীয়ার্ধে তিনি গোলবারের নিচে দাঁড়ান। গোলরক্ষক হিসেবে খেলে সুয়ারেজ দারুণ কিছু শট ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত তাই ম্যাচটা সমতা নিয়ে শেষ করে উরুগুয়ে তথা ফোরলান-সুয়ারেজের দল।