আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের সুয়েজ উপসাগর অঞ্চলে বিশাল তেলখনি আবিষ্কার করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ড্রাগন অয়েল কোম্পানি। এটা গত ২০ বছরের মধ্যে এ অঞ্চলে আবিষ্কৃত সবচেয়ে বড় তেলখনি। মিসরের পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
মিসরের পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয় বলেছে, এ তেলখনিতে ১০০ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল আছে।
মিসর-২০২২ সম্মেলনের সাইডলাইনে হওয়া এক বৈঠকে পর এ বিষয়টি নিশ্চিত করা হয় যে মধ্যপ্রাচ্যের সুয়েজ উপসাগরে বিশাল তেলখনি আবিষ্কার করা হয়েছে। ওই বৈঠকে মিসরের পেট্রোলিয়াম এবং খনিজ সম্পদ মন্ত্রী তারেক এল মোল্লা ও ড্রাগন অয়েল কোম্পানির নির্বাহী পরিচালক আলি আল-জারওয়ান উপস্থিত ছিলেন।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি গ্রুপের (ই্এনওসি) সহায়ক প্রতিষ্ঠান হলো ড্রাগন অয়েল কোম্পানি। ২০১৯ সালে এ কোম্পানিটি ইজিপ্সিয়ান বিপির সকল সম্পদ কিনে নেয়।
সূত্র : আনাদোলু এজেন্সি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।