স্পোর্টস ডেস্ক : গতকাল বৃহস্পতিবার হয়েছিল সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণের কারণে এবার নির্ধারিত সময়ের পরে শুরু করতে হলো ক্রিকেট ম্যাচ। সম্ভবত ক্রিকেটের ইতিহাসে এই প্রথম সূর্যগ্রহণের কারণে পেছানো হয়েছে ক্রিকেট ম্যাচ।
এদিন ভারতের রঞ্জি ট্রফিতে সূর্যগ্রহণের কারণে সবগুলো খেলাই দেরিতে শুরু হয়। অবশ্য খেলা বন্ধের কারণ আঁধার নয়। সূর্যগ্রহণের ক্ষতিকর প্রভাব থেকে মাঠকর্মী, খেলোয়াড় ও আম্পায়ারদের নিরাপদে রাখতেই এই সিদ্ধান্ত বিসিসিআই নেয় বলে জানা গেছে।
আরো জানা গেছে, ১৭টি ভেন্যুতে রঞ্জি ট্রফির তৃতীয় রাউন্ডের খেলা চলছে। সাধারণত স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় দিনের খেলা শুরু হয়। কিন্তু সকাল সাড়ে আটটায় ভারতে শুরু হয় সূর্যগ্রহণ, যা চলে বেলা প্রায় সাড়ে বারোটা পর্যন্ত। তাই সূর্যগ্রহণের আলোর প্রভাবে শারীরিক ক্ষতির শঙ্কা এড়াতে ঝুঁকি নিতে চায়নি বিসিসিআই। এ কারণে ১৭টি ম্যাচের সময়ই প্রায় ২ ঘণ্টা করে পিছিয়ে দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।