জুমবাংলা ডেস্ক : সূর্যের খুব কাছ থেকে ছবি কেমন হয় তা এখন দেখে দেখে সাধারণ মানুষের চোখ সওয়া হয়ে গেছে। ফলে তাঁরা নক্ষত্র দেখলেই চিনতে পারেন।
লাল আগুনের মত গোলাকার চাকতি জ্বলছে। তার মধ্যে কিছু স্বাভাবিক মহাজাগতিক প্রক্রিয়া চলছে। যা ওই ভয়ংকর উত্তাপ সৃষ্টি করছে।
এমনই একটি ছবি প্রকাশ করেন ফ্রান্সের বিজ্ঞানী ইতিয়েঁ ক্লেঁ। ট্যুইট করে ছবিটি সকলের সামনে আনেন। জানান নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ওই নতুন নক্ষত্রের সন্ধান পেয়েছে। যা সূর্যের খুব কাছেই রয়েছে।
ছবি দেখার পর তা হুহু করে ছড়াতে থাকে। অবশ্যই এটা একটা বড় আবিষ্কার সন্দেহ নেই। সূর্যের কাছে এমন লাল টকটকে আগুনের গোলার মত নক্ষত্রের কথা অবশ্যই মহাকাশবিজ্ঞান চর্চার মোড় ঘুরিয়ে দেবে। কিন্তু ওই পোস্টের কিছুক্ষণ পর ফের একটি পোস্ট করেন ফ্রান্সের ওই বিজ্ঞানী। আর তাতেই ফাঁস করেন সত্যটা।
দ্বিতীয় পোস্টে ক্ষমা চেয়ে নেন ওই বিজ্ঞানী। তারপর জানান ওটা একেবারেই কোনও নক্ষত্র নয়। আর ওই ছবি নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তোলেনি। বরং ওটা তাঁরই তোলা ছবি। যা আদপে একটি জিভে জল আনা শুয়োরের মাংসের সসেজ।
এই সসেজের নাম চোরিজো। যা একেবারেই ভিন্ন স্বাদের সসেজ। আর তার স্বাদও দুর্দান্ত। কিন্তু তা পিস করার পর তার ছবি তুললে যে কেউ একটি আগুনের গোলার মত লাল টকটকে নক্ষত্র বলে ধোঁকা খেতে পারেন। আর সেটাই মজা করে করে প্রমাণ করে দিলেন ওই বিজ্ঞানী।
চিহ্নিত হয়েছে ‘দুর্বল’ ১০ ব্যাংক, তালিকায় প্রথম যে ব্যাংকের নাম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।