বিনোদন ডেস্ক : যবে থেকে এসেছে মন জুড়ে রয়েছে। সৃজিত মুখোপাধ্যায়ের নয়নের মণি হয়ে গিয়েছে। তাকে নিয়েই যেন সারাক্ষণের ব্যস্ততা। তার হাসিতেই ডুবে থাকা। না না, মিথিলার কথা হচ্ছে না। সৃজিতের আশিয়ানা জুড়ে রয়েছে আরও একজন। কে সে? কিছুদিন আগেই তো ঘর আলো করে এল!
হ্যাঁ, ঠিকই ধরতে পারছেন। এ হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের আদরের উলুপী। সেই পাইথন, যাকে সুদূর আমাজনের জঙ্গল থেকে বাড়ি নিয়ে এসেছেন পরিচালক। শুক্রবার একদিকে যেমন নারী দিবস, অন্যদিকে শিবরাত্রি, এমন দিনেই উলুপীর মিষ্টি এক ছবি শেয়ার করলেন সৃজিত। আর ক্যাপশনে লিখলেন, ‘সে হেসে উঠলেই সূর্য লজ্জা পায়’।
বহুদিন ধরেই সৃজিত মুখোপাধ্যায় সাপ পোষার শখ ছিল। যেমনি ভাবা, তেমনি কাজ। সূত্রের খবর, বন দপ্তর থেকে যাবতীয় অনুমতি নিয়ে এবং নথিপত্র সমেত উলুপীকে বাড়ি নিয়ে আসেন পরিচালক। প্রথমেই তার ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেননি। তবে নাম জানিয়ে লিখেছিলেন, “বাড়িতে তোমাকে স্বাগত উলুপী। আমাদের জীবন চিরতরে বদলে গেল।”
উলুপী কে? তা সৃজিতের এই পোস্টে লেখা ছিল না। তবে এমন খবর তো সবাই জেনেই যান। মহাভারতের সূত্র ধরেই নিজের প্রিয় পাইথনের নাম উলুপী রেখেছেন সৃজিত। নাগকন্যা ছিলেন উলুপী। অর্জুনের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।