সেই পত্রিকা বিক্রেতা খুকির অবস্থা সংকটাপন্ন

সেই খুকিকে নেওয়া হলো আইসিউতে

জুমবাংলা ডেস্ক : জয়িতা পুরস্কারপ্রাপ্ত রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকিকে (৬২) আইসিইউতে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

সেই খুকিকে নেওয়া হলো আইসিউতে

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর বেডে ভর্তি ছিলেন ওই নারী। তাকে দেখতে বিভিন্ন শ্রেণির মানুষ আসতেন।

এমনতাবস্থায় তার পরিচর্যা করা সম্ভব হচ্ছিল না। তাই রামেক হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসার জন্য আইসিইউতে নিয়েছে।

খুকির শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার শারীরিক অবস্থা আগের মতো রয়েছে। কোনো উন্নতি কিংবা অবনতি হয়নি। আমরা তার নিবিড় পরিচর্যা করার ব্যবস্থা করেছি।

এর আগে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে গত শনিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর এক সদস্য তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

রাজশাহীতে খুকি দিনভর পত্রিকা বিক্রি করে অনেক কষ্টে জীবন-যাপন করেন। ৪০ বছর ধরে মহানগরীতে পত্রিকা বিক্রি করেন তিনি। সকালে ঘুম থেকে উঠেই তিনি পত্রিকার এজেন্ট ও স্থানীয় পত্রিকার সার্কুলেশন ম্যানেজারদের কাছে যান। এরপর তাদের কাছ থেকে পত্রিকা নেন। পত্রিকা নিয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে বিক্রি শুরু করেন। ২০২০ সালের ৯ ডিসেম্বর রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে খুকিকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়।