জাহারা মিতু :
একটি ছোট্ট জায়গা লিখে দিবে আমার নামে?
বেশি না মাত্র হাত ত্রিশেক!!
শিমুল গাছ লাগাবো সেখানে।
আমাদের প্রেমের সাথে সাথে গাছটাও বড় হবে…
এমন কোনো শীতের শেষ কিংবা বসন্তের শুরুতে
এলোমেলো হয়ে ঝরে পড়বে লাল লাল পাপড়ি!!
সেই গাছটার নিচে ঘুমাবো আমরা একসাথে,
উপরে কালোরঙা বুলবুলি তিড়িং বিড়িং নাচবে,
আর গাছের গোড়ায় তোমার বুকে আমি!
একেক দিন একেক রকম বই, কখনো তুমি কখনো আমি;
আমরা হারাবো বিভিন্ন লেখকের শব্দে….
আর যেদিন বুলবুলিটার পাখায় চড়ে
আমাদের প্রাণপাখিটাও উড়ে যাবে;
সেদিনও আমরা থাকবো একসাথে
পাশাপাশি দু’টি ছোট্ট মাটির ঘরে।
উপরে সাক্ষী হয়ে শিমুল গাছ,
মাঝে মাঝে সেই বুলবুলির কণ্ঠে আমাদের গল্প
আর নিচে ত্রিশ হাত মাটির ভেতর আমাদের আজন্ম সংসার…
(ফেসবুক থেকে সংগৃহীত)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।