বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। শনিবার ভোর সাড়ে ৪টার পর গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।
সে হিসেবে নির্বাচনের একদিন আগে করা ‘অবুঝ মন’ নামের এক টিয়াপাখির ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গেল। সেই টিয়াপাখিও জানিয়েছিল – এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি হবেন ইলিয়াস কাঞ্চন আর সাধারণ সম্পাদক জায়েদ খান। টিয়া পাখির ওই ভবিষ্যদ্বাণীর আয়োজন করেন অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
সব প্রার্থীর নাম ভিন্ন ভিন্ন খামে ভরে টিয়াপাখির সামনে রাখেন জয়। পাখিটি সভাপতি পদে ইলিয়াস কাঞ্চনের নামের খামটি তোলে। সাধারণ সম্পাদকের বেলায় জায়েদ খানের। এছাড়া সহসভাপতির পদে রুবেল ও ডিপজলের নামের খাম বেছে নেয় টিয়াপাখিটি।
নির্বাচন শেষে শনিবার ভোরে ভোটগণনায় দেখা গেল টিয়াপাখির তোলা খামের নামগুলোই ভোটে জিতেছে। এ নিয়ে আজ ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন জয়। লিখেছেন, অবাক কাণ্ড! কেমন করে হান্ড্রেড পার্সেন্ট সঠিক হয়ে গেল।কালকে কিন্তু কেউ টিয়া পাখিকে খুঁইজেন না।
এরপর স্ট্যাটাসের সঙ্গে পাখিওয়ালার ফোন নাম্বার জুড়ে দেন তিনি। প্রসঙ্গত, শুক্রবার সকাল ৯টা ১২মিনিটে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা ১০মিনিট পর্যন্ত।
দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪জন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার সমিতির ভোটার ছিল ৪২৮ জন। কিন্তু ভোট দিয়েছেন ৩৬৫ জন।
ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট৷ তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেলেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান। তার চেয়ে ১৩ ভোট কম পেয়ে ১৬৩ ভোট পেলেন নিপুণ। সহ-সভাপতি পদে ২১৯ ভোট পেয়ে মনোয়ার হোসেন ডিপজল ও ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসুম পারভেজ রুবেল।
সহ সাধারণ সম্পাদক পদে ইলিয়াস-নিপুণ প্যানেলের সাইমন সাদিক জয়ী হয়েছেন ২১২ ভোটে৷ তার সঙ্গে সিনিয়র অভিনেতা সুব্রত হেরেছেন ১২৭ ভোট পেয়ে। ১৮৪ ভোটে জয় পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহানুর। চিত্রনায়ক আলেকজান্ডার হেরেছেন ১৫৫ ভোটে৷
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে হেরে গেছেন চিত্রনায়ক নিরব। জিতেছেন ২০৫ ভোট পাওয়া জয় চৌধুরী। নিরবের ভোটসংখ্যা ১৩৪।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।