স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের মূল নায়ক বেন স্টোকস। অথচ ফাইনালে বেন স্টোকসকে আউট করার সুযোগ পেয়েছিলেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
বেন স্টোকসের ক্যাচটি লুফে নিতে পারলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। মিডউইকেটে স্টোকসের ক্যাচ নেয়ার পর যদি বাউন্ডারিতে বোল্টের পা স্পর্শ না করতো তাহলেই হয়তো বিশ্বকাপ জিতে যেত নিউজিল্যান্ড। সেই ভুলের জন্য এবার দেশবাসীর কাছে মাফ চাইলেন বোল্ট।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সবাই কষ্ট পাচ্ছি। আপনাদের হৃদয় ভাঙার জন্য আমরা সত্যিই দুঃখিত। আমি এখন শুধু ঘরে ফিরতে চাই, পোষা কুকুরটাকে নিয়ে সমুদ্র সৈকতে হেঁটে যা হয়েছে ভুলে যেতে চাই। তবে সবচেয়ে বড় সত্যিটা হচ্ছে, আগামী কয়েকবছর আমাকে এই স্মৃতিটা তাড়া করে ফিরবে।’
তিনি আরো বলেন, ‘দেশের পথে ফ্লাইটটা ছিল আমার জীবনে সবচেয়ে কঠিন ফ্লাইট। পরাজয়ের স্মৃতি তখনও হৃদয় থেকে মুছে যায়নি। আমি চেয়েছি তা যেন মুছে যায়। কিন্তু সেটা হয়নি। প্লেনে আমরা ১৫ ঘণ্টা ছিলাম। সেখানে দেশের অনেকেই ছিলেন। তাদের অনেকেই আমাকে উদ্দেশ্য করে বলেছেন, দেশের হারের জন্য তুমিই দায়ী! তখন আমি কী বলবো সেটা বুঝে উঠতে পারিনি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।