বিনোদন ডেস্ক : গত ২৬ আগস্ট ইউটিউবে পোস্ট করা হয়েছিল রানু মন্ডলের গানের একটি ভিডিও। ৩.২৬ মিনিটের সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। লতা মঙ্গেশকরের গাওয়া বিখ্যাত গান এক পেয়ার কা নগমা হ্যায় শোনা যায় ভারতের রানাঘাট রেলস্টেশনে ভিক্ষে করে খাওয়া রানুর গলায়।
তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে আর পিছনে ফিরে দেখতে হয়নি রানুকে। হিমেশ রেশমিয়া একের পর এক গান রেকর্ড করাচ্ছেন তাঁকে দিয়ে। এই সবের মধ্যেই সামনে এল আরও একটি ভাইরাল ভিডিও যেখানে দাবি করা হয়েছে রানুর গান শুনে অভিভূত লতা মঙ্গেশকর তাঁর সঙ্গে দেখা করেছেন। সেখানেই দেখা যাচ্ছে ছোট্ট একটি ছবি যেখানে রানুর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন লতা।
বলা বাহুল্য Breaking News 24 ইউটিউব চ্যানেলে আপলোড করা এই ছবি একেবারেই ভুয়ো এবং ফটোশপে এডিট করা। যদি পাঠকরা সামান্য মন দিয়ে ছবিটি খুঁটিয়ে দেখেন, তাহলেই বুঝবেন অন্য কারও শরীরে বসিয়ে দেওয়া হয়েছে রানু মন্ডলের মুখ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।