বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মার্কেটে সারাবছরই সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন অর্থাৎ Refurbished স্মার্টফোনের চাহিদা থাকে। বিশেষত যারা ফ্ল্যাগশিপ ফোন কিনতে পারেন না, তারা Refurbished মডেল কেনেন। সম্প্রতি কাউন্টারপয়েন্ট রিসার্চ রিপোর্ট অনুযায়ী ভারত বিশ্বের বৃহত্তম সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেট হিসাবে সামনে এসেছে এবং Apple ব্র্যান্ডের Refurbished ফোনগুলি সবচেয়ে বেশি সেল হয় বলে জানা গেছে।
কোন ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড ফোন সবচেয়ে বেশি সেল হয়েছে
Apple 49%
Samsung 26%
OPPO 3%
Vivo3%
Huawei 2%
কাউন্টারপয়েন্টের রিপোর্ট 2022 সালের তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে গত বছর Refurbished ফোনের মার্কেটে কোন ব্র্যান্ডের কত শেয়ার ছিল তার ডিটেইলস দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী Apple এর সেকেন্ড হ্যান্ড আইফোনের চাহিদা সবচেয়ে বেশি এবং এর কারণে Apple কোম্পানি সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেটে 49% শেয়ার জুড়ে রয়েছে।
iPhone এর পরে মোবাইল ইউজারদের পছন্দ অনুযায়ী এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে Samsung এর সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন। Samsung কোম্পানি Refurbished ফোনের মার্কেটে 26 শতাংশ স্থান জুড়ে রয়েছে। OPPO এবং Vivo ও এই তালিকায় তাদের জায়গা করে নিতে পেরেছে কিন্তু এই দুটি চীনা ব্র্যান্ড মাত্র 3 শতাংশ শেয়ার পেয়েছে।
সারা বিশ্বে সবচেয়ে বেশি সেকেন্ড হ্যান্ড ফোন ভারতে সেল হয়
2021 সালে কত ফোন সেল হয়েছে
2021 সালে সেকেন্ড হ্যান্ড ফোন সেল হয়েছে 14%
2021 সালে নতুন স্মার্টফোন সেল হয়েছে 7%
2022 সালে কত ফোন সেল হয়েছে
2022 সালে সেকেন্ড হ্যান্ড ফোনের সেল হয়েছে 5%
2022 সালে নতুন স্মার্টফোনের সেল হয়েছে 12%
রিপোর্ট অনুযায়ী 2021 সালের তুলনায় 2022 সালে সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোনের চাহিদা কমেছে। 2022 সালে এই Refurbished ফোনগুলির চাহিদা ছিল মাত্র 5 শতাংশ যেখানে 2021 সালে তা ছিল 14 শতাংশ। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সেকেন্ড হ্যান্ড ফোন ভারতে সেল হয়েছে। ভারতে Refurbished ফোনের সেল বছরে গড়ে 19 শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চীনে এই ধরনের ফোনের সেল 17% হ্রাস পেয়েছে।
এইসব কারণে সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোনের চাহিদা এত বেশি
অনেক ইউজার দামি ফোন মডেল কিনতে পারেন না।
অনেকে ফিচার ফোন থেকে স্মার্টফোনে শিফট করে।
দ্বিতীয় বা ভিন্ন মোবাইল ফোন যারা ব্যবহার করতে চান।
বাড়ির বয়স্কদের জন্য মৌলিক প্রয়োজনে অনেক ইউজার এই ধরনের ফোন কেনেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।