স্পোর্টস ডেস্ক: আবাহনী লিমিটেডের সংগ্রহ কেবল ৬ রান। এরই মধ্যে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় ওভারেই ক্রিজে যেতে হয় মুশফিকুর রহিমকে। ওপেনার দুই ব্যাটসম্যান লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ রানের খাতা খোলার আগেই ফিরে যান সাজঘরে।
২২ গজে নেমে মুশফিক একপ্রান্তে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, অন্য প্রান্তে চলে উইকেট পতনের মিছিল। ৬৭ রানেই অর্ধেক উইকেট নেই। আসা-যাওয়াতেই দায়িত্ব শেষ নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব ও আফিফ হোসেনের।
ঢাকা প্রিমিয়ার লিগে নবাগত পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তখন অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অধিনায়ক মুশফিক খেললেন দুর্দান্ত এক ইনিংস, তুলে নিলেন সেঞ্চুরি। অন্য সতীর্থরা না পারলেও মোসাদ্দেক হোসেন তাকে দেন যোগ্য সঙ্গ।
ষষ্ঠ উইকেটে ১৬০ রানের বিশাল এক জুটি গড়েন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ও মোসাদ্দেক। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দ্বাদশ শতকের স্বাদ নিয়ে মুশফিক থামেন ১২৭ রানে। ১২৪ বলের ইনিংসে ১১ চার ও ৪ ছক্কা মারেন তিনি। চোট কাটিয়ে অনেকদিন পর মাঠে ফেরা মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ৭৪ বলে ৬১ রান। ৪ চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।
তাদের বিদায়ের পর ইনিংসের শেষভাগে ঝড় তোলেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই পেস অলরাউন্ডারের ১৫ বলে ৩৯ রানের ইনিংসে ছক্কাই ছিল ৫টি।
মুশফিক-মোসাদ্দেক-সাইফউদ্দিনের অবদানে রবিবার (১৫ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে পারটেক্সকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আবাহনী। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৯ রান তুলেছে বাংলাদেশ জাতীয় দলের তারকাদের নিয়ে গড়া দলটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।