Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home নির্বাচন, করিডোর, বন্দর ও মব নিয়ে কড়া বার্তা দিলেন সেনাপ্রধান
    Bangladesh breaking news জাতীয়

    নির্বাচন, করিডোর, বন্দর ও মব নিয়ে কড়া বার্তা দিলেন সেনাপ্রধান

    Tarek HasanMay 22, 20253 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, নির্বাচন, চট্টগ্রাম বন্দর, করিডর ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। ২১ মে বুধবার, ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে এই বক্তব্য দেন তিনি।

    সেনাপ্রধান

    আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে উল্লেখ করে চলমান মব ভায়োলেন্স, করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে কড়া বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এ বিষয়ে তাঁর অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।

    বুধবার (২১ মে) ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান আরও কিছু বিষয় উল্লেখ করেন। ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। অনেক কর্মকর্তা ভার্চ্যুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডর, বন্দর, সংস্কারসহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে। সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্যগুলো জানা গেছে।

    করিডর প্রসঙ্গে সেনাপ্রধান বলেন

    সেনাপ্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর–সংক্রান্ত আলোচনার বিষয়েও কথা বলেন। এ–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে। যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। যা-ই করা হোক না কেন, পলিটিক্যাল কনসেনসাসের (রাজনৈতিক ঐকমত্য) মাধ্যমে সেটা হতে হবে।

    মব ভায়োলেন্স প্রসঙ্গে সেনাপ্রধান বলেন

    ‘মব ভায়োলেন্স’ বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না।

    বন্দর প্রসঙ্গে সেনাপ্রধান বলেন

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়েও কথা বলেছেন সেনাপ্রধান। এ–সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত।

    সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, কী সংস্কার হচ্ছে, কীভাবে হচ্ছে, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। এ বিষয়ে তাঁর সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি।

    সামনে ঈদুল আজহা। মানুষ যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্‌যাপন করতে পারে, সে ব্যাপারে সহযোগিতা করতে বলেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

    সেনাপ্রধান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না, যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। তিনি সব পর্যায়ের সেনাসদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন।

    পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি। সহযোগিতা করে যাব।’

    সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদন

    FAQs

    ১. সেনাপ্রধান নির্বাচন নিয়ে কী বলেছেন?
    তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত এবং তা একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই পরিচালিত হওয়া দরকার।

    ২. করিডর বিষয়ে সেনাবাহিনীর অবস্থান কী?
    রাখাইন রাজ্যে মানবিক করিডর স্থাপন সংক্রান্ত সিদ্ধান্ত শুধুমাত্র নির্বাচিত সরকারই নিতে পারবে, জাতীয় স্বার্থ বিবেচনায়।

    ৩. মব ভায়োলেন্স নিয়ে সেনাপ্রধান কী বলেছেন?
    তিনি বলেন, সংঘবদ্ধ বিশৃঙ্খলা আর সহ্য করা হবে না এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কঠোর ভূমিকা পালন করবে।

    ৪. চট্টগ্রাম বন্দর ইস্যুতে সেনাপ্রধানের মন্তব্য কী?
    এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজনৈতিক সরকারের মাধ্যমে নেওয়া উচিত এবং স্থানীয় মতামত বিবেচনায় আনতে হবে।

    ৫. সংস্কার বিষয়ে সেনাপ্রধানের বক্তব্য কী ছিল?
    তিনি বলেন, এই বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি এবং কোনো আলোচনা তাঁর সঙ্গে হয়নি।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ও ‘জাতীয় ‘মব bangladesh, breaking mob violence bangladesh news shena bahini news shena prothistro আইনশৃঙ্খলা ঈদ নিরাপত্তা ওয়াকার-উজ-জামান কড়া করিডর ইস্যু বাংলাদেশ করিডর: করিডোর চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর সেনা অবস্থান জাতীয় স্বার্থ জেনারেল ওয়াকার-উজ-জামান দিলেন নিয়ে, নির্বাচন নির্বাচন ও সেনাবাহিনী নির্বাচনী দায়িত্ব বন্দর বার্তা মব ভায়োলেন্স সাম্প্রতিক বক্তব্য সেনা অবস্থান সেনাপ্রধান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সেনাপ্রধানের বার্তা সেনাবাহিনী
    Related Posts

    শুধু হাসিনার পতন নয়, দুর্নীতি ও মাফিয়ার পতন চেয়েছি : নাহিদ ইসলাম

    July 14, 2025
    প্রেস উইং

    সহিংস অপরাধ উল্লেখযোগ্য হারে বাড়েনি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে: প্রেস উইং

    July 14, 2025
    আসিফ নজরুল

    অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই জুলাই হত্যাকাণ্ডের বিচার: আসিফ নজরুল

    July 14, 2025
    সর্বশেষ খবর
    রামায়ণ

    পাকিস্তানে মঞ্চায়িত হলো ‘রামায়ণ’, সম্প্রীতির নতুন বার্তা

    শুধু হাসিনার পতন নয়, দুর্নীতি ও মাফিয়ার পতন চেয়েছি : নাহিদ ইসলাম

    প্রেস উইং

    সহিংস অপরাধ উল্লেখযোগ্য হারে বাড়েনি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে: প্রেস উইং

    ঘড়ি

    সব কাজ ডান হাত দিয়ে, কিন্তু ঘড়ি কেন বাম হাতে পরা হয়? ভেবে বলুন তো উত্তরটা!

    শাকিব খান

    দেশ ছাড়লেন শাকিব খান, মিশন হলিউড?

    আসিফ নজরুল

    অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই জুলাই হত্যাকাণ্ডের বিচার: আসিফ নজরুল

    শেখার জন্য সেরা অ্যাপ

    শেখার জন্য সেরা অ্যাপ:জীবনে শিখুন সহজে!

    Taka

    বর্তমান সময়ে কোথায় বিনিয়োগে সবচেয়ে বেশি লাভ? জানুন ৫টি টিপস

    humaira

    এবার প্রকাশ্যে মৃত্যুর আগে সেই অভিনেত্রীর শেষ বার্তা

    রান্নায় কমন ভুল এড়ানোর সহজ কৌশল

    রান্নায় কমন ভুল এড়ানোর সহজ কৌশল

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.