জুমবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সেনাবাহিনীর প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা রয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের পাশে ছিল আছে এবং থাকবে। স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে বিতর্ক করার কোন সুযোগ নেই। কেউ কেউ চেষ্টা করে থাকতে পারে যেহেতু গণতান্ত্রিক দেশ কথা বলার অনেক সুযোগ রয়েছে এতে জাতি বিভ্রান্ত হয় না, আমরাও হই না।
লন্ডনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন রাজনৈতিক দল এনসিপির দাবি গণহত্যার বিচার ও সংস্কারের পর নির্বাচন চায় এটি নির্বাচনকে পিছিয়ে নেয়ার জন্য কোন কৌশল কিনা? তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার মূল ম্যান্ডেট হচ্ছে দেশে একটি অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন উপহার দেয়ার জন্য আর সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটি কোন স্ট্যাটিক পদ্ধতি না। মানুষের চাহিদার পরিবর্তন হবে সেই অনুযায়ী আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্কার হবে এটাই স্বাভাবিক। প্রয়োজনীয় সংস্কার আমরাও চাই ,যতটুকু প্রয়োজন ততটুকু শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেয়া প্রয়োজন, যত প্রলম্বিত বা দেরি করার প্রচেষ্টা করা হবে ষড়যন্ত্রকারীরা তত সময়-সুযোগ পাবে, গুজব বাড়বে।
এনসিপি-কে আমি সুভাশীষ জানাই, নতুন একটি রাজনৈতিক দল হতেই পারে তবে তাদেরকে অনেক চিন্তা ভাবনা করেই বক্তব্য দিতে হবে। রাজনীতি করতে হলে এনসিপিকে মাঠে আসতে হবে, কর্মসূচি দিতে হবে। জনগণ তখন বুঝবে কাকে গ্রহণ করবে আর কাকে না? আমি অনুরোধ করবো এনসিপি নেতারা যেন বক্তব্য দেয়ার আগে স্থিরভাবে চিন্তা করেন।
এনসিপির ভোটার ১৬ বছর আর সংসদ সদস্য ২৩ বছরে হওয়ার প্রস্তাব সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, ১৮ বছরের আগে কোথাও কোন দেশে মানুষ প্রাপ্ত বয়স্ক হয় না, কোথাও বিয়ে করা যায় না, কোন প্রকার লাইসেন্স পাওয়া যায় না। এনসিপির এই দাবির কোন যৌক্তিকতা নেই। তারা নির্বাচন করবে জনগণ ভোট দেবে তারা নির্বাচিত হবে ভালো কথা তবে গত ৫৪ বছরে বয়স নিয়ে কোন সমস্যা হয়নি আগামীতেও হওয়ার কথা না তবে এগুলো নিয়ে জাতীয় ঐক্য হতে পারে আলোচনা হতে পারে।
১৯৭১ সাল ও ২০২৪ এর প্রেক্ষাপট এক কী না এ প্রশ্নে জাহিদ বলেন, কেউ তার অতীতকে অস্বীকার করতে পারবে না ,অস্বীকার করা মানে পূর্বপুরুষকে অস্বীকার করা।
পতিত আওয়ামী লীগের বিচার সম্পর্কে তিনি বলেন ,আমি রাজনৈতিক কর্মী হিসেবে বলতে চাই, গত ৫ই আগস্ট স্বৈরাচার একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছে। দেশবাসী গত ১৬ বছরের যে আকাঙ্ক্ষা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বর্তমানে মানুষের যে চাওয়া সেটা হচ্ছে একটি অবাধ নিরপেক্ষ ইনক্লুসিভ নির্বাচন এবং এটি বিএনপিরও দাবি ।
স্বৈরাচারের বিচার নিয়ে জাহিদ বলেন, ৫ই আগস্টের আগে থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ সবসময়ই বলে আসছেন স্বৈরাচারের যথাযথ বিচার হওয়া উচিত। এটি শুধু বিএনপির দাবি নয় এটি সমগ্র দেশবাসীর দাবি।
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে তিনি বলেন, তিনি পরিবারের সান্নিধ্যে ভালো আছেন, সবাইকে নিয়ে ঈদ করবেন, ডাক্তার যখন অনুমতি দেবেন তখন দেশে যাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।