Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: সেনেগালের বিরোধী দলীয় প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী আমাথ ড্যানসোখো ৮২ বছর বয়সে ডাকারে মারা গেছেন। ৬০ বছরের অধিক সময় ধরে দেশটির রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি ছিল। তার সহযোগিরা একথা জানান। খবর এএফপি’র।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইন্ডিপেনডেন্স অ্যান্ড লেবার পার্টির সাবেক বিরোধী দলীয় নেতা এবং প্রেসিডেন্ট ম্যাকি স্যালের মিত্র ড্যানসোখো অসুস্থ্য হওয়ার পর শুক্রবার মারা গেছেন।
এক বিবৃতিতে স্যাল বলেন, ড্যানসোখো ‘স্বাধীনতা, গণতন্ত্র ও জন-উন্নয়নের একজন মহান যোদ্ধা ছিলেন।’
১৯৩৭ সালে সেনেগালের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কাদৌগৌতে জন্মগ্রহণ করা ড্যানসোখো আফ্রিকান ইন্ডিপেনডেন্স পার্টির একজন সদস্য ছিলেন।
সূত্র: বাসস
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.