Advertisement
জুমবাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সেন্টমার্টিনে আটকে পড়া ১২শ পর্যটককে আজ সোমবার ফিরিয়ে আনার পরিকল্পনা করছে প্রশাসন। খবর ইউএনবি’র।

সাগর উত্তাল থাকায় শুক্রবার টেকনাফ-সেন্টমার্টিনে রুটে জাহাজ চলাচল বন্ধ করে দেয়ার পর আটকে পড়েন ওই পর্যটকরা।
সেন্টমার্টিনের ইউপি সদস্য হাবিবুর রহমান খান জানান, এখনো বন্ধ রয়েছে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল। তবে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আটকে পড়া ১২শ পর্যটক ভালো আছেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি ভালো হলে সোমবার তাদেরকে জাহাজে করে টেকনাফে নিয়ে আসা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।