জুমবাংলা ডেস্ক : ভোলার তজুমদ্দিনে নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকের কাজ করতে গিয়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার চাচড়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি দল নিহতদের লাশ উদ্ধার করেছেন। নিহতরা হলেন- আলাউদ্দিন, শামিম ও রাকিব।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ উপজেলার চাচড়া ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকের কাজ চলছিল। এ সময় এক শ্রমিক ট্যাংকের সেন্টারিংয়ের কাজ করতে ট্যাংকের ভেতরে যায়। তিনি ফিরে না আসায় অন্য শ্রমিকরাও ট্যাংকের ভেতরে প্রবেশ করে আর ফিসে আসেনি। খবর পেয়ে তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে।
তজুমদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতরা সবাই ওই এলাকার বাসিন্দা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।