স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিউ জিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত। চরম ব্যাটিং বিপর্যয় সামলে নিয়েও শেষ পর্যন্ত ১৮ রানে হার দেখে কোহলিরা।
ভারতের এই পরাজয় সম্পর্কে আগে থেকেই জানতেন দেশটির তামিলনাড়ুর জ্যোতিষী বালাজি হাসান। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেবে ভারত! গেল জানুয়ারিতেই এই ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি।
চলতি বছরের জানুয়ারিতে এক টিভি অনুষ্ঠানে বিশ্বকাপে টিম ইন্ডিয়া কেমন করবে, তা নিয়ে পূর্বানুমান করেন বালাজি। তিনি বলেন, সেমিমঞ্চে হেরে বিদায় নেবেন কোহলিরা এবং চ্যাম্পিয়ন হবে নিউ জিল্যান্ড।
গেল বুধবার কিউইদের কাছে নাটকীয়ভাবে হেরে সেমি থেকে বিদায় নিয়েছে ভারত। আর বালাজির ভবিষ্যতবাণীকে সত্য প্রমাণ করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে গেছে নিউ জিল্যান্ড।
বালাজি পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কাকতালীয়ভাবে, শেষ চারে কোন চার দল খেলবে-এই নিয়ে করা তার ভবিষ্যদ্বাণীও সঠিক হয়েছে। এই জ্যোতিষী বলেন, সেরা ফোরে উঠবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড।
বিস্ময়কর হলেও সত্য, গ্রুপপর্বের পয়েন্ট টেবিলে তাকালে এই চার দলের অবস্থান বালাজির কথার সঙ্গে অবিকল মিলে যায়!
সোশ্যাল মিডিয়ার বদৌলতে এই ইঞ্জিনিয়ার কাম জ্যোতিষীর টিভি অনুষ্ঠানের সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেলকেও বালাজি বলেন, ক্রিকেট জগৎ নিয়ন্ত্রণ করে বুধ ও রাহু। এক্ষেত্রে আমাদের তারকা ক্রিকেটারদের অবস্থান ভালো নয়। বিশ্বকাপ জিতবে নিউ জিল্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।