বিনোদন ডেস্ক: সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে মীর সাব্বির পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘রাত জাগা ফুল’। এ ছাড়া সিনেমাটিতে অভিনয়ের জন্য মীর সাব্বির পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার।
শনিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ভারত-বাংলাদেশের ৪২তম সম্মেলনে মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’ পুরস্কৃত হয়েছে।
মীর সাব্বিরের হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন ভারতীয় অভিনেত্রী তনুশ্রী দত্ত। সেরা সিনেমার পুরস্কার তুলে দেন বাংলাদেশি পরিচালক মোরশেদুল ইসলাম।
পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘আমার সিনেমা এরই মধ্যে বাংলাদেশ ও ভারতে বেশ কয়েকটি অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছে। তবে এবার প্রবাসীদের সামনে যখন পুরস্কার পেলাম, সেটা অন্য রকম তৃপ্তির। প্রবাসীরা আমাদের এত ভালোবাসেন যে ওনাদের কাছে গেলে মনেই হয় না ভিনদেশে আছি।’
আগামী ২০ জুলাই দেশে ফিরবেন মীর সাব্বির। এর আগে তাঁর ‘রাত জাগা ফুল’ সিনেমাটি প্রদর্শিত হবে যুক্তরাষ্ট্রের ডালাস, নিউইয়র্ক ও সানফ্রান্সিসকোতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।