স্পোর্টস ডেস্ক : বিশ্বখ্যাত ম্যাগাজিন উইজডেন ক্রিকেটার্স অ্যালামনাক দশকের সেরা ওয়ানডে একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
দশকের সেরা সব ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে উইজডেনের কলামিস্ট, ক্রিকেট লেখক, বিশ্লেষক- অ্যাডাম কলিন্স, ড্যানিয়েল নরক্রস, ফিল ওয়াকার ও ইয়াস রানা দশক সেরা ওয়ানডে একাদশ বেছে নিয়েছেন।
এই একাদশে জায়গা পেয়েছেন সাকিব। উইজডেনের দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়ায় এবার মুখ খুলেছেন সাকিব। একাদশে অন্তর্ভুক্ত করার জন্য উইজডেনকে ধন্যবাদ জানিয়েছেন সাকিব।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে সাকিব লিখেন, ‘বিগত দশ বছরের ওয়ানডে ক্রিকেটের সেরা একাদশে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য উইজডেনকে জানাই ধন্যবাদ।
সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি ক্রিকেট মাঠে আমার পরিশ্রম ও প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়ার জন্য। আশা করছি আরও বেশি উদ্দীপন ও পরিশ্রমের সাথে এই ধারা বজায় রাখতে সক্ষম হবো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


