বিনোদন ডেস্ক: দেশের সেরা করদাতাদের উৎসাহিত করতে ১৪১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ তালিকায় রয়েছেন শোবিজ অঙ্গনের ৬ তারকা। গেলো বুধবার (১৭ নভেম্বর) ২০২০-২১ করবর্ষের সেরা করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন শ্রেণিতে এ বছরের সেরা করদাতাদের তালিকা প্রকাশ করে।
২০১৯-২০২০ কর বছরে সেরা করদাতা হিসেবে অভিনেতা-অভিনেত্রী বিভাগে ট্যাক্স কার্ড পাচ্ছেন—শিল্পী শাখায় কুমার বিশ্বজিৎ, তাহসান রহমান খান, এস ডি রুবেল আর অভিনেতা–অভিনেত্রী শাখায় আছেন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা সাহা মিম ও বাবুল আহমেদ।
ভ্যাট দিবসকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড সেরা করদাতা এবং প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। ডিসম্বরের ১০ তারিখে সেরা করদাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
ট্যাক্স কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন। তাদের জন্য বরাদ্দ রাখা হবে বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকার। পাশাপাশি কর কার্ডধারী নিজে ও তার স্ত্রী বা স্বামী, নির্ভরশীল সন্তানের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন।
এছাড়াও আকাশ, রেল ও জলপথে সরকারি যানবাহনে টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার এবং জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত সংবর্ধনায় আমন্ত্রণ।
ব্যক্তিপর্যায়ে ট্যাক্স কার্ডপ্রাপ্তদের মধ্যে বিশেষ শ্রেণিতে পাঁচটি বিভাগ রয়েছে: সিনিয়র সিটিজেন, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, নারী ও তরুণ। আর আয়ের উৎস বা পেশার মধ্যে ক্যাটাগরি ১৩টি: ব্যবসায়ী, বেতনভোগী, ডাক্তার, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, হিসাববিদ, নতুন করদাতা, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী (গায়ক-গায়িকা) এবং অন্যান্য।
এবার বিভিন্ন পেশাজীবী শ্রেণিতে ৭৫ জন করদাতাকে কর কার্ড দিচ্ছে এনবিআর।পাশাপাশি ৬৬টি প্রতিষ্ঠান এ সম্মাননা পাচ্ছে।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর সাংবাদিক ক্যাটাগরিতে শীর্ষ করদাতা নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরিতে একই প্রতিষ্ঠানের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মুকিত মজুমদার দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছেন।
এদিকে খেলোয়াড় ক্যাটাগরিতে- বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ, ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকার রয়েছেন।
উল্লেখ্য, বারও সেরা করদাতা হয়েছেন জর্দা ব্যবসায়ী হাজী মো. কাউছ মিয়া। ব্যবসায়ী ক্যাটাগরিতে হাকিমপুরী জর্দার এই স্বত্বাধিকারী সাম্প্রতিক বছরগুলোর মতো ২০২০-২০২১ করবর্ষেও এনবিআরের সেরা করাদাতা হয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাউছ মিয়াসহ ২০২০-২১ অর্থবছরের জন্য সেরা করদাতা হিসেবে মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ডের জন্য মনোনীত করেছে।
বুধবার ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে নির্বাচিত এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।