সেরা ডিজাইনের ফোন

রিয়েলমি জিটি নিও৩

শেয়ার করা একটা ছবিতে রিয়েলমি জিটি নিও৩ স্মার্টফোনটিকে নীল রঙে ডুয়েল-স্ট্রাইপ ডিজাইনে দেখা গেছে। এমনকি ফোনটির নাম রিয়েলমি জিটি নিও৩ ম্যানস বলেও লিক রয়েছে।

রিয়েলমি তাদের জিটি সিরিজের তৃতীয় প্রজন্মের বাজেট ফ্ল্যাগশিপ ফোনের উপরে কাজ করছে। রিয়েলমি জিটি নিও ৩ সিরিজ় নিয়ে বিগত বেশ কিছু দিন ধরে একাধিক জল্পনা শোনা গিয়েছে। এবার আসন্ন এই স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশনস এবং ডিজ়াইন লিক করলেন এক টিপস্টার। তিনি দাবি করেছেন, রিয়েলমি জিটি নিও ৩ ফোনে একটি স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর থাকছে।

রিয়েলমি জিটি নিও৩

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এখন ওই ভ্যারিয়েন্টগুলির ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিং স্পিড সম্বন্ধীয় তথ্য শেয়ার করেছে। চীনের টেনা অথরিটি সম্প্রতি রিয়েলমির দু’টি নতুন আপকামিং ফোনকে শংসাপত্র দিয়েছিল – RMX3650 ও RMX362।

টিপস্টারের রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি জিটি নিও ৩-এর RMX3650 ও RMX3562 ভ্যারিয়েন্ট যথাক্রমে ৪,৫০০ এমএএইচ ও ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। আবার প্রথম মডেলটি (RMX3650) হবে বিশ্বের স্মার্টফোন, যা ১৫০ ওয়াট আল্ট্রাফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ১৫০ ওয়াট চার্জার দিয়ে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি চার্জ করতে ১২ মিনিটের কাছাকাছি সময় লাগবে বলে দাবি ডিজিটাল চ্যাট স্টেশনের।

রিয়েলমি জিটি নিও ৩ এর অ্যাডভ্যান্সড ভ্যারিয়েন্টের মতো তার বেস ভ্যারিয়েন্ট এত পাওয়ারফুল চার্জিং সাপোর্ট পাবে না। তবুও এতে যথেষ্ট ক্ষমতাসম্পন্ন ৮০ ওয়াট চার্জিংয়ের সমর্থন থাকবে বলে জানা গিয়েছে।

হেমারস্টফার তাঁর রিপোর্টে আরও দাবি করেছেন যে, রিয়েলমি জিটি নিও ৩ ফোনে একটি ৬.৬২ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হচ্ছে। যদিও ডিজিটা চ্যাট স্টেশনের রিপোর্টে দাবি করা হয়েছে, এই দুটি ফোনেই ৬.৭ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ওলেড ডিসপ্লে দেওয়া হবে যার রিফ্রেশ রেট ১২০ হার্ৎজ় এবং রেজ়োলিউশন ১০৮০x২৪১২ পিক্সেলস।

Realme GT Neo3

অপ্টিক্সের দিক থেকে রিয়েলমি জিটি নিও ৩ ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে। হেমারস্টফার বলছেন, তাদের প্রাইমারি সেন্সর হবে একটি ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। আবার ডিজিটাল চ্যাট স্টেশনের রিপোর্টে বলা হচ্ছে, প্রাইমারি সেন্সর হিসেবে রিয়েলমি জিটি নিও ৩ ফোনে একটি সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর দেওয়া হচ্ছে। যদিও সেকেন্ডারি ক্যামেরা সম্পর্কে দুই টিপস্টারই এক মত পোষণ করেছেন। এই ফোনে একটি ৮ মেগাপিক্সেল এবং আর একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা থাকতে পারে বলে জানা গিয়েছে।

বছরের সেরা ফোন নিয়ে আসলো রেডমি