জুমবাংলা ডেস্ক: ২০১৮-২০১৯ অর্থবছরে জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রদানকারীর সম্মাননা পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী চার প্রতিষ্ঠান।
আরএফএল ইলেকট্রনিকস লিমিটেড, বঙ্গ বেকার্স লিমিটেড, বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড ও ডিউরেবল প্লাস্টিক যথাক্রমে নরসিংদী, সিলেট, হবিগঞ্জ ও মাগুরা জেলায় উৎপাদন খাতে সর্বোচ্চ ভ্যাটদাতার এ সম্মাননা পায়।
জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার এ সম্মাননা পত্র ও ক্রেস্ট প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কাস্টমস, এক্সাইজ, ভ্যাট কমিশনারেট, ঢাকার (পূর্ব) অফিসে এক অনুষ্ঠানে কমিশনার তাসমিনা হোসেনের হাত থেকে আরএফএল ইলেকট্রনিকসে’র পক্ষে সনদপত্র ও ক্রেস্ট গ্রহন করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল।
এছাড়া সিলেট ও যশোরে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গ বেকার্স লিমিটেডের পক্ষে প্রাণ গ্রুপের জেনারেল ম্যানেজার এইচ এম মঞ্জুরুল হক, বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের পক্ষে আরএফএল গ্রুপের জেনারেল ম্যানেজার ফজলে রাব্বি, ডিউরেবল প্লাস্টিকের পক্ষে এর সিনিয়র ম্যানেজার শেখ সাদী পুরস্কার গ্রহন করেন।
চৌধুরী আতিয়ুর রাসুল বলেন, ‘প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী চার প্রতিষ্ঠান জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীর সম্মাননা পাওয়ায় আমরা আনন্দিত। আগামীতেও আমরা ভ্যাট প্রদানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবো’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



