বিনোদন ডেস্ক : রাজধানীর অভিজাত এক শাড়ির দোকানে সেলসগার্ল হিসেবে কাজ করছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা! এদিকে সেই দোকানে শাড়ি কিনতে গিয়ে তিশার সঙ্গে দেখা হয়ে যায় আরেক জনপ্রিয় অভিনেতা অপূর্বর! তবে এটি বাস্তবের কোনো ঘটনা নয়। এমন গল্প দেখা যাবে অপূর্ব-তিশা জুটির ‘ভালোবাসা তুই’ নাটকে।গত সপ্তাহে নাটকটির দৃশ্যধারণ করা হয়।
এসআর মজুমদারের পরিচালনায় নাটকের গল্প লিখেছেন ব্রাত্য রায়। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, তনুশ্রী তন্নী, সাব্বির চৌধুরী প্রমুখ। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘গল্পটি প্রেমের কিন্তু নির্যাসটুকু একটি মেয়ের একক লাড়াইয়ের। সেই মেয়েটি হচ্ছেন তানজিন তিশা। যিনি মফস্বল শহর থেকে রাজধানীতে পালিয়ে এসে জীবনের দায়ে পড়াশোনার পাশাপাশি বেছে নেন সেলসগার্লের জীবন। এখানেও টিকতে না পেরে ফিরে যান গ্রামে। যুদ্ধ শেষে বিজয়ের বেশে ফিরে আসেন শহরে, যেখানে অপেক্ষায় থাকেন তার প্রেমিক অপূর্ব। এভাবেই গল্প এগিয়ে যায়’
তানজিন তিশা বলেন, ‘নিজের যুদ্ধটা আসলে নিজেকেই করতে হয়। গল্পে এই বার্তা দেয়া হয়েছে। নাটকটিতে কাজ করে তৃপ্তি পেয়েছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।