শিল্প-সাহিত্য ডেস্ক : নাট্যাচার্য সেলিম আল দীনের ১২তম প্রয়াণবার্ষিকী স্মরণে তিন দিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন করেছে নাট্যসংগঠন স্বপ্নদল। ‘ঐতিহ্যবাহী নাট্য আর দ্বৈতাদ্বৈতবাদী শিল্পদর্শন, সেলিম আল দীনের সৃজন-আভায় নবরূপে দেয় দর্শন’ স্লোগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ২১তম আসরের
এ উৎসব শুরু হচ্ছে আগামীকাল থেকে। উৎসব চলবে ১৫ ও ১৭ জানুয়ারি।
স্বপ্নদল সূত্রে জানা গেছে, স্মরণোৎসব উপলক্ষে প্রথম দিন ১৪ জানুয়ারি সকালে শিল্পকলা একাডেমি থেকে বাসযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা করবে নাট্যদল। এরপর সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসের পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধিসৌধ অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। পুষ্পাঞ্জলি অর্পণ শেষে নাট্যাচার্যের প্রতিকৃতিসহকারে শিল্পকলা চত্বর সাজসজ্জার কাজ করা হবে।
ওইদিন সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে থাকবে স্বপ্নদলের প্রযোজনায় ও জাহিদ রিপনের নির্দেশনায় মানিকগঞ্জের হরগজে প্রলয়ংকরী টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’-এর মঞ্চায়ন। দ্বিতীয় দিন ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হবে ইতিহাসের সর্বাপেক্ষা কলঙ্কজনক অধ্যায় হিরোশিমা-নাগাসাকিতে আণবিক বোমা
বিস্ফোরণের বিয়োগান্তক ঘটনা ও পরবর্তী যুদ্ধগুলো নিয়ে বাদল সরকারের মূল রচনা অবলম্বনে জাহিদ রিপন রূপান্তরিত ‘ত্রিংশ শতাব্দী’।
উৎসবের সমাপনী দিন ১৭ জানুয়ারি বিকাল ৪টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে থাকছে ‘ঐতিহ্যবাহী বাঙলা নাট্যরীতি, দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব ও সেলিম আল দীনের নাট্যদর্শন’ শীর্ষক বিশেষ সেমিনার। এতে মূল আলোচনা উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।