সৈয়দপুর প্রতিনিধি: নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আহসান আদেলুর রহমান আদেল বলেছেন, ‘ জাতীয় পার্টির বিশাল সমর্থক রয়েছে উত্তরবঙ্গে। তাই সৈয়দপুর উপজেলার কতিপয় নেতা পদত্যাগ করার কারণে দলের কোনও ক্ষতি হবে না।’
তিনি আরও বলেন, ‘তৃণমূল পর্যায়ে দলকে গোছাতে ব্যর্থ হওয়ায় নিজেরাই দলের পদ থেকে সরে দাঁড়িয়েছে তারা।’
বুধবার (১২ মে) দুপুরে সৈয়দপুর বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমপি আদেল এসব কথা বলেন।
১০ মে এই সংসদ সদস্যের কাছে জাতীয় পাটির নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ সংগঠনের ১১ জন নেতা দল থেকে পদত্যাগ করেন।
এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে আদেল বলেন, ‘যারা দলকে ভালোবাসেন তারা এখনও দলের সাথে রয়েছেন। আর যারা ব্যর্থ তারাই পদত্যাগ করেছেন। এতে জনপ্রিয় এ দলের কোনও সমস্যা হবে না।’
এ সময় জাতীয় পাটির কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য তানজিল আহমেদ আদনান, যুব সংহতীর কেন্দ্রিয় নেতা দিপু, ছাত্র সমাজের কেন্দ্রিয় কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান অয়ন, সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির নেতা জয়নাল আবেদিন এবং আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।